রণবীরের ‘হাতিয়ার’ ছোট বলে অন‍্য অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ‍্য করেন দীপিকা! কেআরকের টুইটে বিষ্ফোরণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিতর্কের রাজা কামাল আর খান (Kamal R Khan)। তাঁর এক একটি টুইট এক একটি বোমার মতো, মূলত বলিউড তারকাদের দিকে উদ্দেশ‍্য করেই যা ছোঁড়া হয়। নিজে অভিনয়ে সফল কেরিয়ার বানাতে পারেননি। তাই অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রীদের নিজের নিশানা বানান এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। এবার তাঁর কটাক্ষের বলি হলেন রণবীর সিং (Ranveer Singh)।

রণবীর নিজেও বেশ কিছুদিন ধরে ট্রোলড হচ্ছেন নগ্ন ফটোশুট করার জন‍্য। নেটিজেনদের একাংশ ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতার সাহসিকতার জন‍্য। অপর পক্ষ রীতিমতো ক্ষুব্ধ। এমনকি মহিলাদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআরও দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। এবার এই বিষয়ে এক বিষ্ফোরক টুইট করলেন কেআরকে।


বলিউড তারকাদের ঠুকে কেআরকের টুইট করটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু রণবীরের সম্পর্কে যে মন্তব‍্যটি তিনি করেছেন তা কড়া সমালোচনার সম্মুখীন হয়েছে। যদিও নিন্দার ঝড় উঠতে টুইটটি তিনি মুছে দিয়েছেন, কিন্তু নেটনাগরিকদের গোয়েন্দা সুলভ চোখ এড়াতে পারেনি কিছুই।

কী ছিল ওই বিতর্কিত টুইটে? কেআরকে লিখেছিলেন, তাঁর কাছে রণবীরের নগ্ন ফটোশুটের এমন সব ছবি আছে যেখানে অভিনেতার ‘হাতিয়ার’ সম্পূর্ণ দেখা যাচ্ছে! তিনি আরো লিখেছিলেন, ‘অবশ‍্যই ওসব ছবি আমি এখানে পোস্ট করতে পারব না। তবে যারা অভিযোগ দায়ের করেছেন তা ঠিকই বলেছিলেন। রণবীরের হাতিয়ার সত‍্যিই খুব ছোট। এবার আমি বুঝতে পারছি কেন দীপিকা ‘গহরাইয়া’র মতো ছবি করেন।’


টুইটটি মুছে দিলেও স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। নেটিজেনরা সমালোচনা করার বিন্দুমাত্র সুযোগও ছাড়েননি। কেউ কেআরকের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার লিখেছেন, তাঁর চিকিৎসা দরকার। নয়তো নিজের মনের ময়লা দিয়ে এভাবেই দূষণ ছড়াবেন তিনি।

কেআরকে অবশ‍্য এসব বিষয়ে অভ‍্যস্ত। তাঁর বিতর্কিত টুইটের জেরে একাধিক বার আইনি ঝামেলায় জড়িয়েছেন। কিন্তু শিক্ষা হয়নি তাঁর। বিপদে পড়ে ক্ষমা চাইলেও দুদিন পর স্বমহিমায় ফিরেছেন কামাল আর খান।

সম্পর্কিত খবর

X