ঘুষখোর রানি মুখার্জির স্বামী! ২০ কোটি টাকার বিনিময়ে রণবীরকে অভিষেক করান বলিউডে

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক তৈরি করতে কোনো কসুরই বাকি রাখছেন না কামাল আর খান (krk)। বিভিন্ন ছবির সমালোচনা তিনি যত না করেন, তার থেকেও বেশি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বিতর্কিত মন্তব‍্য করায় তাঁর আগ্রহ। এবার তাঁর নিশানায় এসেছেন রণবীর সিং (ranveer singh) ও আদিত‍্য চোপড়া (aditya chopra)। সদা হাস‍্যমময়, মজার এই অভিনেতার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন কেআরকে।

সম্প্রতি সইফ আলি খান ও রানি মুখার্জি অভিনীত ‘বান্টি অউর বাবলি ২’ ছবির রিডিউ দিতে দেখা যায় কেআরকে কে। সেখানেই আচমকা রণবীরের প্রসঙ্গ তোলেন তিনি। দীপিকা-পতির কথা উল্লেখ করে কেআরকের দাবি, বলিউডে পা রাখার জন‍্য ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে রণবীরকে। তাঁর থেকে এই ঘুষ নিয়েছিলেন যশরাজ ফিল্মসের মালিক আদিত‍্য চোপড়া, যিনি কিনা ‘বাবলি’ অর্থাৎ রানি মুখার্জির স্বামীও বটে।

Ranveer Singh 4
যশরাজ ফিল্মসের হাত ধরেই বলিউডে প্রবেশ রণবীরের। প্রথম ছবিতেই প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রতিভার দাম পেয়েছেন রণবীর। তবে কামালের দাবি, প্রতিভার জোরে নয়। ২০ কোটি টাকার বিনিময়ে ছবিতে সুযোগ পান রণবীর।

১০ বছর আগে ‘ব‍্যান্ড বাজা বারাত’ ছবির মাধ‍্যমে বলিউডে পা রাখেন রণবীর। প্রথম ছবিতেই বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। তারপর থেকে একটু একটু করে ঘষেমেজে ক্ষুরধার করেছেন নিজের অভিনয় দক্ষতা। আজ বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে চলেছেন অনুরাগীদের।

তবে আজ যে জায়গায় রণবীর দাঁড়িয়ে রয়েছেন তা তিনি অর্জন করেছেন সম্পূর্ণ নিজের দমেই। তাঁর ঝুলিতে যেমন রয়েছে পদ্মাবত, বাজিরাও মস্তানির মতো ছবি তেমনই রয়েছে ব্যান্ড বাজা বারাত, সিম্বার মতো ছবিও। দুই ধরণের চরিত্রেই সমান সাবলীল তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর