শুধু জল খেয়ে কাটত দিন, জেলে ১০ দিনে ১০ কেজি ওজন কমে গিয়েছে! কাঁদোকাঁদো কেআরকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জেলের হাওয়া যে একবার খেয়েছে সে আর দ্বিতীয় বার সেখানে যাওয়ার নাম করে না। এ কথা বহুল প্রচলিত। জেলে ঢোকে এক মানুষ, আর জেল থেকে যখন বেরোয় সেই মানুষটার মধ‍্যে থাকে আকাশ পাতাল তফাত, এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। কামাল আর খানের (Kamal R Khan) মুখেও শোনা গেল একই রকম কথা। সদ‍্য তিনিও গরাদের পেছনে কাটিয়ে এসেছেন কদিন। মাত্র ১০ দিনেই অবস্থা টাইট হয়ে গিয়েছে তাঁর।

দু দুটো মামলায় ফেঁসে গ্রেফতার হয়েছিলেন কেআরকে। বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। কিছুদিন আগেই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। আর তারপরেই আবারো পুরনো ফর্মে ফিরে এসেছেন তিনি। নিত‍্য নতুন টুইটে আজব আজব সব দাবি করে চলেছেন তিনি।


জেল থেকে বেরোনোর দুদিন পর প্রথম টুইটে কেআরকে লেখেন, ‘আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে’। সঙ্গে রাগী মুখের ইমোজি। কিন্তু তারপরেই ফের সুর বদলেছেন তিনি। নতুন টুইটে সংবাদ মাধ‍্যমের ঘাড়ে দোষ চাপিয়ে কেআরকের দাবি, কারোর থেকে কোনো প্রতিশোধ নেওয়ার নেই তাঁর। সংবাদ মাধ‍্যম নাকি গল্প বানাচ্ছে।

তাঁর সঙ্গে যা খারাপ হয়েছে সবটাই তিনি ভুলে গিয়েছেন। ভাগ‍্যে এমনটাই লেখা ছিল বলেই বিশ্বাস কেআরকের। এবার ফের এক নতুন টুইট করলেন তিনি। লিখেছেন, ‘লক আপে ১০ দিন ধরে শুধু জল খেয়ে বেঁচেছিলাম আমি। তাই আমার ১০ কেজি ওজন কমে গিয়েছে।’

কেআরকের টুইটের উত্তরে ফের হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়। একজনের বিস্মিত প্রশ্ন, পরিশ্রম করে আর শুধু জল খেয়ে থাকলেও কি ১০ দিনে ১০ কেজি ওজন কমে যাওয়া সম্ভব? চিকিৎসা বিজ্ঞানে কি আদৌ এটা সম্ভব? আরেকজন কেআরকের একটি ছবি শেয়ার করে লিখেছেন, বাকি ৮ কেজি রয়েছে। সেটা সামলে রাখুন।

প্রসঙ্গত, দু বছর আগে ইরফান খান এবং ঋষি কাপুরের প্রয়াণের পর তাঁদের সম্পর্কে আপত্তিজনক মন্তব‍্য করে টুইট করেছিলেন কেআরকে। অভিযোগ দায়ের হয়েছিল তখনি। কেআরকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেই মামলায় এতদিন পর গ্রেফতার করা হয় তাঁকে। তার কিছুদিন পর ফের দু-তিন বছরের পুরনো মামলায় গ্রেফতার হন কেআরকে। তাঁর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক উঠতি মডেল অভিনেত্রী।

X