বাংলাহান্ট ডেস্ক: লোক হাসাতে কামাল আর খানের (Kamal R Khan) জুড়ি মেলা ভার। তিনি চেয়েছিলেন ফিল্ম সমালোচক হতে। কিন্তু তাঁর নিজের দোষেই আজ এই হাল। হাস্যকর টুইট, সিনেমার অদ্ভূত ধরণের রিভিউ তাঁকে ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে নেটপাড়ায়। পাশাপাশি তাঁকে ঘিরে রয়েছে অনেক বিতর্কও। কিছুদিন আগেই জেল থেকে ঘুরে এসেছেন কেআরকে।
দু বছর আগে ইরফান খান এবং ঋষি কাপুরের প্রয়াণের পর তাঁদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে টুইট করেছিলেন কেআরকে। অভিযোগ দায়ের হয়েছিল তখনি। কেআরকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছিল। সেই মামলায় এতদিন পর গ্রেফতার করা হয় তাঁকে।
তার কিছুদিন পর ফের দু-তিন বছরের পুরনো মামলায় গ্রেফতার হন কেআরকে। তাঁর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক উঠতি মডেল অভিনেত্রী। বেশ কিছুদিন বিচার বিভাগীয় হেফাজতে কাটিয়ে এসেছেন কেআরকে।
জামিন পাওয়ার কিছুদিন পরেই কেআরকে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তিনি লেখেন, ‘আমি ভাবছি খুব তাড়াতাড়ি একটি রাজনৈতিক দলে যোগ দেব। কারণ দেশে সুরক্ষিত থাকার জন্য নেতা হওয়া দরকার, অভিনেতা নয়।’ অনেকে আবার তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন।
এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন কেআরকে। RSS এ যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। কেআরকে টুইট করেছেন, ‘মাননীয় মোহন ভাগবত জি, আমি RSS এ যোগ দিতে তৈরি যদি তাদের আমাকে প্রয়োজন হয়।’ সঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও ট্যাগ করেছেন তিনি।
Honourable @DrMohanBhagwat Ji, I am ready to join @RSSorg if #RSS needs me. 🙏🏼 @Dev_Fadnavis
— KRK (@kamaalrkhan) September 19, 2022
কিন্তু এই টুইটের জন্য আবারো ট্রোলড হতে হয়েছে কেআরকে কে। তাঁর পুরনো টুইট খুঁড়ে বের করে প্রমাণ দিয়েছেন নেটিজেনরা, যেখানে RSS ও বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো সংগঠনগুলোকে তোপ দেগেছিলেন তিনি। একটি পুরনো টুইটে তিনি লিখেছিলেন, ‘এইসব সাম্প্রদায়িক দলগুলি ভারতকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেবে আর গোটা বিশ্ব তারপর ভারতকে বয়কট করবে।’
এখন যেহেতু তিনি বিপদে পড়েছেন তাই RSS ও দেবেন্দ্র ফড়নবীশকে খুশি রেখে সুরক্ষিত থাকতে চাইছেন। কিন্তু মোহন ভাগবত যেন কেআরকের ফাঁদে পা না দেন। অনেকে তাঁকে সুবিধাভোগী আর ভণ্ড বলেও কটাক্ষ করেছেন।