শাহরুখের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল! ব্যবসা বন্ধ করে, সম্পত্তি বেচে ভারত ছাড়ছেন কেআরকে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে লাইমলাইট ধরে রাখেন কামাল আর খান (Kamal R Khan) ওরফে কেআরকে। বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক তিনি। তবে গঠনমূলক সমালোচনার থেকে তেড়ে নিন্দা করতেই বেশি পছন্দ করেন তিনি। তিন খান থেকে শুরু করে রণবীর কাপুর, সিং কেউই রেহাই পায় না কেআরকের কটাক্ষ থেকে।

তবে তিনিই যে শুধু অন্যদের আঙুলে নাচান এমনটা কিন্তু একেবারেই নয়। বরং অন্য তারকাদের অসম্মান, ছবির ইচ্ছাকৃত নেতিবাচক সমালোচনার করার অভিযোগে আইনি ঝামেলাতেও ফাঁসতে হয় তাঁকে। কয়েক মাস আগেই জেল খেটে এসেছেন কেআরকে। উপরন্তু মানহানির মামলা তো রয়েছেই।

মামলায় মামলায় জর্জরিত হয়ে এবার দেশ ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত দিলেন কেআরকে। একটি টুইটে তিনি লিখেছেন, ‘অবশেষে ভারতে আমি নিজের সব ব্যবসা গুটিয়ে নিলাম আর আমার সব সম্পত্তিও বিক্রি করে দিয়েছি। এখন শুধু মুম্বইতে আমার বাড়ি আর অফিস রয়েছে যেগুলোও খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া হবে। আমার বিরুদ্ধে ভুয়ো মামলার জন্য এসব করেছি। পুলিস আর বিচার ব্যবস্থার অপব্যবহার করার অধিকার কারোর নেই’।

অপর একটি টুইটে তিনি লিখেছেন, ভারত ছাড়া আর কোথাও টুইট করার জন্য কারোর জেল হয় না। এর আগে ২০১৬, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে তিনি কিছু টুইট করেছিলেন যার জেরে তিনটি এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ নিয়েও একের পর এক টুইট করে চলেছেন কেআরকে। ‘পাঠান’ ফ্লপ করানোর দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছেন কাঁধে। কখনো বলছেন, ছবির নামের জন্যই ফ্লপ হবে। আবার কখনো শাহরুখকে ফ্লপ অভিনেতা আর দীপিকাকে ‘জঘন্য’ নায়িকা বলে কটাক্ষ করছেন। কিছুদিন আগে রণবীর সিংকেও ট্রোল করেছিলেন কামাল আর খান।

সম্পর্কিত খবর

X