বাংলাহান্ট ডেস্ক: হাত জোড় করেও রক্ষা হল না। আমির খানের (Aamir Khan) ছবিকে ‘জঘন্য’ বলে ফিরিয়ে দিল দর্শকেরা। ‘লাল সিং চাড্ডা’ প্রথম দিনেই মুখ থুবড়ে পড়তে পারে, আশঙ্কা ফিল্ম বিশেষজ্ঞদের। এর মধ্যে কাটা ঘায়ে নুনের ছিঁটে দিলেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান (Kamal R Khan) ওরফে কেআরকে। খানদানকে শেষ করেই দম নেবেন তিনি।
কিছুদিন আগেই কেআরকে ঘোষনা করেছিলেন, ফিল্ম সমালোচক হিসাবে অবসর নিচ্ছেন তিনি। তবে আমিরের ছবি ‘লাল সিং চাড্ডা’র রিভিউটা দিয়েই যাবেন। কিন্তু এখন তিনি মত বদলেছেন। অনেকদিন ধরেই তক্কে তক্কে ছিলেন কেআরকে। ছবি মুক্তির আগে কোনো সুযোগ ছাড়ছিলেন না আমিরকে কটাক্ষ করার। কিন্তু হঠাৎ করেই তিনি জানিয়ে দিলেন, আমিরের ছবির রিভিউ দেবেন না।
কেন? কারণ ছবিটার বিষয়ে নাকি ভাল কিছু বলারই নেই। একটি সাম্প্রতিক টুইটে কেআরকে বলেন, ‘আমি ঠিক করেছি, আমির খানের ছবি লাল সিং চাড্ডার ছবির রিভিউ দেব না। কারণ এই ছবিটা নিয়ে ভাল কিছু বলতে পারব না আমি। আর আমি যদি খারাপ বলি তাহলে আমিরের খারাপ লাগবে, কারণ উনি আমার জন্য একটি স্পেশ্যাল শোয়ের ব্যবস্থা করেছিলেন। তার থেকে ভাল আমি রিভিউ দেবোই না।’
বলা বাহুল্য, কেআরকের এমন টুইটের পরে নেটনাগরিকরাও হতভম্ব। বলিউডের প্রায় ছবি ছবিরই খুঁজে খুঁজে খুঁত বের করেন কেআরকে। সেখানে আমিরের ছবির নাকি ভাল কিছু বলার মতোই খুঁজে পাচ্ছেন না তিনি! টুইটের উত্তরে একজন লিখেছেন, এ তো বিরাট অপমান! আরেকজন লিখেছেন, খোদ আমির ভক্তরাই বারণ করছেন ছবিটা দেখতে।
এখানেই শেষ নয়। অপর একটি টুইটে শাহরুখ খানকে ট্যাগ করে কেআরকে লিখেছেন, ‘ভাইজান শাহরুখ, আজ আমির খানের কেরিয়ার খতম হয়ে গিয়েছে। শুধু এখন আপনার পাঠান আর বুড়োর ছবির অপেক্ষা। আপনারা দুজনও তাড়াতাড়ি মুক্তি দিন। আর অপেক্ষা করা যাচ্ছে না।’
Bhai Jaan @iamsrk Aaj #AamirKhan Ka Career khatam Kar Diya Gaya Hai. Bas Ab Aapki #Pathan Aur #Budhao Ki Film Ka wait hai. Aap Dono Bhi Jaldi Release Karo. Wait Nahi Ho Paa Raha Hai.🤪
— KRK (@kamaalrkhan) August 11, 2022
বলিউডে রক্ষা বন্ধনের সঙ্গে মুখোমুখি টক্করে নেমেছে লাল সিং চাড্ডা। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহের আগাম ঝলক বলছে, আনুমানিক ১১-১২ কোটি টাকা তুলতে পারবে এই ছবি। আগামীতে বক্স অফিসে কেমন পারফর্ম করে আমিরের ছবি সেটাই দেখার অপেক্ষা।