বাংলাহান্ট ডেস্ক: খবরে থাকতে পছন্দ করেন কামাল রশিদ খান (Kamal R Khan)। মাঝে কিছুদিন জেলে থাকায় কোনো টুইট করতে পারেননি তিনি। কেআরকের হয়ে সেই জায়গা নিয়েছিলেন ছেলে ফয়জল। বেশ কিছুদিন গরাদের পেছনে কাটার পর ছাড়া পেয়েছেন কেআরকে। জেলের বাইরে বেরোনোর পর কিছুদিন মুখ লুকিয়ে থাকার পর আবারো পুরনো ফর্মে ফিরে এসেছেন তিনি।
গত কয়েকদিন ধরে রাজনীতিতে আসার ভূত চেপেছে কেআরকের মাথায়। এ দেশে নেতা না হলে নাকি বিপদকে এড়ানো যায় না। তাই তিনিও রাজনীতির আঙিনায় পা রাখতে চান। পছন্দের দলও বেছে নিয়েছেন কেআরকে। আর এস এস যোগ দিতে চান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বলে টুইটে জানিয়েছেন কেআরকে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেবেন বলে বেশ কিছুদিন ধরেই মন্তব্য করছেন কেআরকে। কিছুদিন আগে তিনি টুইট করেছিলেন, ‘মাননীয় মোহন ভাগবত জি, আমি RSS এ যোগ দিতে তৈরি যদি তাদের আমাকে প্রয়োজন হয়।’ সঙ্গে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও ট্যাগ করেছিলেন তিনি।
যে আর এস এস কে এক সময়ে তুলোধনা করেছেন তিনি, এখন বিপাকে পড়ে তারই শরণ নিতে চলেছেন কেআরকে! দুমুখো স্বভাবের জন্য নিন্দার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু কেআরকে তো পাত্তা দেওয়ার পাত্র নন। নতুন এক টুইটে তিনি লিখেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আমি নাগপুরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে RSS এ যোগ দেব।’
Ek pair yahan Ek pair vahan !! pic.twitter.com/VtI6pnNcMT
— 🪷 🪷Center Right 🪷 🪷 (@RafoolGandhi) September 29, 2022
https://twitter.com/BhudharD/status/1575350709775912965?t=RudiuMoc_5gnFfrc2g748g&s=19
কেআরকের এই টুইট নিয়েও শুরু হয়েছে ট্রোল। অনেকে মজা করে লিখেছেন, RSS ও এবার খিল্লির জায়গা হয়ে উঠবে। আবার কেউ কেউ লিখেছেন, RSS এখনো পাগল হয়ে যায়নি যে কেআরকে কে দলে যোগ দেওয়াবে। অনেকে আবার এটাই দেখার অপেক্ষায় যে কেআরকে আদৌ রাজনীতিতে আসেন কিনা।