বিবাহ বিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা-নিক, বলি অভিনেতার পোস্ট ঘিরে চাঞ্চল‍্য নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra) ও নিক জোনাসের (nick jonas) নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। জনপ্রিয় তারকা দম্পতি সম্পর্কে এমনি বিষ্ফোরক দাবি করলেন বলিউড অভিনেতা তথা স্বঘোষিত ছবি সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে (krk)। আমির খান কারণ রাওয়ের পর এবার প্রিয়াঙ্কা ও নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে চাঞ্চল‍্যকর টুইট করলেন তিনি।

এদিন টুইটে কেআরকে দাবি করেন আগামী দশ বছরের মধ‍্যে প্রিয়াঙ্কা ও নিকের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বলা বাহুল‍্য টুইটটি মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে যায়। একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেন‍রা। একজন কেআরকে কে সমর্থন করে দাবি করেছেন, আগামী বছরেই বিয়েটা ভেঙে যেতে।পারে। এ বিয়ে যে টিকবে না তা নিঅ প্রিয়াঙ্কা নিজেরাও ভাল জানেন। আবার অনেকেই মন্তব‍্য করেছেন, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারকাদের ব‍্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব‍্য বন্ধ হওয়া উচিত।

495755 afp priyanka chopra new pic
এখানেই থামেননি কেআরকে। একের পর বিষ্ফোরক ভবিষ‍্যৎবানী করে গিয়েছেন তিনি টুইটারে। তাঁর দাবি কঙ্গনা রানাওয়াত চিরজীবন অবিবাহিতই থেকে যাবেন। এখানেও কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন কঙ্গনাকে যে বিয়ে করবে সে ভাগ‍্যবান। আবার আরেকজনের কটাক্ষ কঙ্গনা বিয়ে করবেন কি করবেন না তা নিয়ে কেআরকের মাথাব‍্যথার কারণ কি? অনেক অভিনেতারাও তো নয় অবিবাহিত নয় ডিভোর্সি।

মাস কয়েক আগে সলমন খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে মানহানির মামলার নোটিস পেয়েছিলেন কেআরকে। সলমনের ‘রাধে’ ছবির একটি হাস‍্যকর রিভিউ করেছিলেন কেআরকে।
এরপরেই কেআরকে কে একটি নোটিস পাঠায় সলমনের আইনি টিম। এই খবরের সত‍্যতা স্বীকার করে টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘রাধের রিভিউ করার জন‍্য সলমন খান আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’ তিনি আরো লেখেন, কোনো অভিনেতা বা প্রযোজক তাঁকে যদি বারণ করেন তবে তিনি তাদের ছবির রিভিউ করেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর