প্লাস্টিকের ৬ প‍্যাক দেখিয়ে দর্শক টানার চেষ্টা! শাহরুখকে ট্রোল করতে গিয়ে নিজেই বেইজ্জত কেআরকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তারকাদের সঙ্গে পাঙ্গা নিতে ভালবাসেন কামাল আর খান (Kamal R Khan)। কঙ্গনা রানাওয়াত যদি ‘কন্ট্রোভার্সি কুইন’ হন, তবে কেআরকে কে ‘কন্ট্রোভার্সি কিং’ বলাই যায়। দুজনের বিরুদ্ধেই একাধিক এফআইআর দায়ের হয়েছে। তবে কেআরকের বিরুদ্ধে মানহানির মামলার সংখ‍্যাই বেশি। মামলা দায়ের হওয়ার পর দুদিন একটু চুপ করে থাকলেও তিন দিনের দিন আবার স্বমূর্তি ধারণ করেন তিনি।

তাঁর সাম্প্রতিক নিশানায় এসেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের বাদশা ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন স্পেনে। ছবির জন‍্য ৮ প‍্যাক অ্যাবসও বানিয়েছেন কিং খান। সম্প্রতি সোশ‍্যল মিডিয়ায় সযত্নে গড়া তোলা পেশিবহুল শরীরের একটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ।


বছর ৫৬ র কিং খানকে দেখে অনুরাগীরা গলে গেলেও কেআরকে মুখ বেঁকিয়েছেন। শাহরুখের ছবিটি টুইট করে তাঁর কটাক্ষ, ‘ভাইজান এই প্লাস্টিকের ৬ অ্যাপস আর অ্যাবস এখন আর চলে না। এখন আসলের যুগ।’

https://twitter.com/kamaalrkhan/status/1508061002977447936?t=T4c7cl2TJnUwnAkcyeFBEg&s=19

কামালের টুইটের উত্তরে সপাটে জবাব দিয়েছেন শাহরুখ ভক্তরা। একজন পরামর্শ দিয়েছেন, কেআরকে আগে নিজে ৬ প‍্যাক বানিয়ে দেখান। তারপর নাহয় বিচার হবে কোনটা আসল আর কোনটা নকল। আরেকজন তীব্র ব‍্যঙ্গ করে লিখেছেন, ‘আপনার সব সম্পত্তি বেচে দিলেও এটাও আসবে না’। আবার কয়েকজন লিখেছেন, এসবই কেআরকের লাইমলাইটে আসার কৌশল। তাই ওঁকে বেশি পাত্তা না দেওয়াই ভাল।


প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ‘পাঠান’ এর শুটিংয়ের বিভিন্ন দৃশ‍্য। অনেক গোপনীয়তা সত্ত্বেও ছবির শুটিংয়ের বেশ কিছু দৃশ‍্য ফাঁস হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। শাহরুখের চোখ ধাঁধানো ৮ প‍্যাক অ্যাবস থেকে দীপিকার বিকিনি পরা ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ‍্যমে। সম্ভবত বিষয়টাকে নিয়ে একেবারেই খুশি নন ছবি নির্মাতারা।

এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমে দাবি করা হয়েছে, পাঠানের লুক ট্রান্সফরমেশনের একটি ডকুমেন্টরি ভিডিও বানাবেন শাহরুখ। কীভাবে এই বয়সেও নিজের শরীরের গঠন এতটা বদলে ফেললেন তিনি সেই সবটাই উঠে আসবে ভিডিওতে। ছবি মুক্তির ঠিক আগে আগে ভিডিওটি প্রকাশ‍্যে আসবে বলে জানা যাচ্ছে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’।

সম্পর্কিত খবর

X