বাংলাহান্ট ডেস্ক: বর্তমান বলিউড ইন্ডাস্ট্রিতে এখন অন্যতম পরিচিত নাম মৌনি রায় (mouni roy)। ছবি খুব বেশি করতে না পারলেও নিজের সৌন্দর্য আর দুর্দান্ত ফিগারের জোরেই জায়গা করে নিয়েছেন মৌনি। খবর, খুব শিগগিরি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন তিনি। আর তাঁকেই কিনা ‘প্লাস্টিক সুন্দরী’ বলে বসলেন কামাল আর খান!
ইন্ডাস্ট্রির স্বঘোষিত ফিল্ম সমালোচক কেআরকে ওরফে কামাল আর খান। বিতর্ক তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। প্রায় দিনই বলিউড অভিনেতা অভিনেত্রীদের নিশানা করে টুইট করতে দেখা যায় তাঁকে। এবার তিনি পড়েছেন মৌনি রায়কে নিয়ে। পরোক্ষে প্লাস্টিক সার্জারি করার অভিযোগ এনেছেন তিনি অভিনেত্রীর বিরুদ্ধে।
নিজের টুইটার হ্যান্ডেলে মৌনির কয়েকটি ছবির কোলাজ শেয়ার করেছেন কেআরকে। সেখানে অভিনেত্রীর একেবারে পুরনো ছবি থেকে এখনকার লুকের ছবিও রয়েছে। প্রতিটি ছবিই একে অন্যের থেকে আলাদা। সেই পরিবর্তনটার প্রতিই নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে কেআরকে লিখেছেন, ‘নিজের লুক সবসময় পরিবর্তন করতে থাকেন মৌনি রায়।’
বলা বাহুল্য, অভিনয় ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে পর্যন্ত একেবারে সাধারন লুক ছিল মৌনির। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে অভিনয়ের সময়ে আবার অন্য রকম লুক ছিল তাঁর। তারপর থেকেই লুক পরিবর্তন করতে শুরু করেন তিনি। বলিউডে পা রাখার আগেই নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন মৌনি। যদিও কোনোদিনই একথা স্বীকার করেননি অভিনেত্রী।
https://twitter.com/kamaalrkhan/status/1443453739462008832?s=19
দিন কয়েক আগেই মৌনির তুতো ভাই বিদ্যুৎ রায় সরকার ফাঁস করে দেন তাঁর বিয়ের দিনক্ষণ। আগামী বছরের প্রথমেই নাকি আসতে চলেছে সেই শুভক্ষণ। দীর্ঘদিনের প্রেমিক সূরজ নামবিয়ারের সঙ্গে জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি।
পাত্র থাকেন দুবাইতে। সেখানেই তাঁর ব্যবসা। তাই দুবাই বা ইটালিতেই বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে শোনা যাচ্ছে, মৌনির ইচ্ছা নিজের দেশের বাড়ি কোচবিহারেও বিয়ের অনুষ্ঠান করার। মুম্বইয়ে আসার আগে এখানেই ছোটবেলাটা কেটেছে মৌনির। তাই কোচবিহারের সঙ্গে মনের আলাদা যোগ রয়েছে তাঁর। যে কারণে জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ের শুরুটা এখান থেকেই করতে চান তিনি।