২ বছরে ধ্বংস করে দেবেন সলমনের কেরিয়ার! হুমকি দিলেন কামাল আর খান

বাংলাহান্ট ডেস্ক: আবারো যেচে সলমন খানের (salman khan) সঙ্গে শত্রুতা করলেন কামাল আর খান (kamal r khan)। বেশ কিছু সময় ধরে কার্যত নাওয়া খাওয়া ভুলে ভাইজানের পেছনে পড়েছেন তিনি। তাঁর অভিনীত ছবি নিয়ে হাস‍্যকর মন্তব‍্য তো করছেনই, ব‍্যক্তিগত পরিসরে কটাক্ষ, ব‍্যঙ্গ করতেও ছাড়ছেন না। আর এবারে সলমনের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন কেআরকে।

বেছে বেছে বলিউড অভিনেতা অভিনেত্রীদের আক্রমণ করে এবং তাঁদের অভিনীত ছবি সম্পর্কে হাস‍্যকর রিভিউ দিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। তবে সাম্প্রতিক কালে কোনো এক অজ্ঞাত শত্রুতার কারণে ভাইজানের ছবিগুলিরই তীব্র নিন্দা করেন কেআরকে। রাধে, অন্তিম দুটি ছবিরই সমালোচনা করেছিলেন তিনি। এমনকি রাধের রিভিউয়ের পর কেআরকে কে মানহানির মামলার নোটিসও পাঠিয়েছিলেন সলমন।

salman krk
তারপর থেকেই যেন আরো বেশি করে ভাইজানের সঙ্গে ‘পাঙ্গা’ নিতে শুরু করেছেন কেআরকে। সম্প্রতি সলমনের সাপের কামড় খাওয়া নিয়ে কুরুচিকর কটাক্ষ করেছিলেন তিনি। এবারে নাম না করে অভিনেতাকে হুমকি দিলেন কামাল আর খান। সলমনের শেষ পাঁচটি ছবি একেবারেই ভাল ব‍্যবসা করতে পারেনি বক্স অফিসে। দাবাং থ্রি, ভারত, রেস থ্রি, রাধে, অন্তিম কোনোটাই আশানুরূপ ফল করতে পারেনি। বিশেষত রেস থ্রি ও রাধের জন‍্য ট্রোলও হতে হয়েছিল ভাইজানকে।

সেই প্রসঙ্গ তুলে নাম না করেই কেআরকে লেখেন, ‘বুড়ো তারকার শেষ পাঁচটি ছবি সম্পূর্ণ ফ্লপ। শেষ দুটি ছবি মোট ২৫ কোটি টাকার ব‍্যবসা করেছে! তার মানে এখন উনি বরুন ও অর্জুনের পর্যায়ে নেমে এসেছেন। আমি প্রতিজ্ঞা করছি আগামী ২ বছরে ওঁর স্টারডম ধ্বংস করে দেব। উনি যতক্ষণ না শূন‍্যতে নেমে আসেন ততক্ষণ আমি থামব না।’

https://twitter.com/kamaalrkhan/status/1478570733068599299?t=vQnw35VgSJaahE1KHG68dg&s=19

নাম না করলেও কারোর বুঝতে অসুবিধা হয়নি যে কেআরকে সলমনকেই কটাক্ষ করেছেন। ফলতঃ ভাইজান ভক্তদের ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। একজন লিখেছেন, বিগ বসের এক একটি এপিসোডের জন‍্যই ১৫-১৬ কোটি টাকা পারিশ্রমিক নেন সল্লু। কেআরকে শুধু স্বপ্নই দেখতে পারেন তাঁর স্টারডম ধ্বংস করার।

Niranjana Nag

সম্পর্কিত খবর