‘লাল সিং চাড্ডা’ নয়, হৃতিকের ঘাড়ে শেষ কোপ মেরে ফিল্ম সমালোচক হিসাবে অবসর নেবেন কেআরকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফিল্ম সমালোচনার থেকে বলিউডকে ট্রোল করাতে বেশি দক্ষ কামাল আর খান (Kamal R Khan), একথা কারোর অস্বীকার করার জো নেই। বহুদিন ধরেই ফিল্ম সমালোচক হিসাবে কাজ করছেন তিনি। এ তকমা অবশ‍্য তিনি নিজেই নিজেকে দিয়েছেন। কিন্তু বেশ কিছুদিন আগে কেআরকে ঘোষনা করেছিলেন, ফিল্ম সমালোচনার কাজ তিনি ছাড়ছেন।

তাতে অবশ‍্য বলিউডকে কটাক্ষ করতে ছাড়েননি কেআরকে। এমনকি লাল সি‌ং চাড্ডার ব‍্যর্থতার জন‍্য আমির খানকেও ঠুকেছিলেন তিনি। তারপর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিকেও ফ্লপ বলে দাবি করে প্রযোজক করন জোহরকে একহাত নিয়েছিলেন কেআরকে। মাঝে একবার জেলেও ঘুরে এসেছেন তিনি। এবার ফের এক টুইট করে লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন কেআরকে।


এর আগে তিনি জানিয়েছিলেন, আমিরের ‘লাল সিং চাড্ডা’ তাঁর রিভিউ করা শেষ ছবি হবে। এবার নতুন টুইটে কেআরকে পালটি খেয়ে লিখলেন, ‘আমি ছেড়ে দিচ্ছি! ‘বিক্রম বেধা’ শেষ ছবি যেটা আমি রিভিউ করব। আমার রিভিউকে বিশ্বাস করার জন‍্য ধন‍্যবাদ আর আমাকে বলিউডের ইতিহাসে সবথেকে বড় ফিল্ম সমালোচক করে তোলার জন‍্য। বলিউডের লোকজনদেরও ধন‍্যবাদ, আমাকে ফিল্ম সমালোচক হিসাবে গ্রহণ করার জন‍্য নয়, বরং আমার বিরুদ্ধে এত মামলা দায়ের করে আমার রিভিউগুলো বন্ধ করার চেষ্টার জন‍্য।’

এর আগে এক টুইটে কেআরকে লিখেছিলেন, ‘আশা করি বলিউডের লোকজন এটা শুনে খুব খুশি হবে যে, ‘লাল সিং চাড্ডা’ই হবে শেষ ছবি যেটার রিভিউ আমি দেব। সবাইকে ধন‍্যবাদ যারা গত ৯ বছর ধরে আমার পাশে থেকেছেন।’ অপর একটি টুইটে কেআরকে লিখেছিলেন, ‘কেআরকে দ‍্য ব্র‍্যান্ড বলিউডের শেষ খান সুপারস্টার। ভবিষ‍্যতে আর কখনো কোনো খান সুপারস্টার হতে পারবে না।’

X