সচিনের মুম্বাইকে হারানোর পাশাপাশি এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন ক্রুনাল, ভেঙে দিলেন সচিনেরই রেকর্ড!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল আইপিএলে (IPL 2023) অসাধারণ জয় পেয়েছে লখনৌ সুপারজায়ান্টস (LSG)। ক্রুনাল পান্ডিয়ার (Krunal Pandya) নেতৃত্বে তারা হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এই মুহূর্তে ১৩ ম্যাচ ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফে যোগ্যতা অর্জনের অত্যন্ত বড় সুযোগ রয়েছে তাদের সামনে। তবে রান রেটের দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে তারা। তাই নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততেই হবে তাদের।

লোকেশ রাহুল চোট পাওয়ার পর থেকে ক্রুনাল পান্ডিয়াই দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বে চারটি ম্যাচ খেলে তার মধ্যে একটি হার এবং দুটি ম্যাচে জয় পেয়েছে লখনৌ। বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি অমীমাংসিত থেকেছে। দলের প্রয়োজনে সিনিয়র পান্ডিয়ার অধিনায়কত্ব সকলের প্রশংসাই কুড়িয়েছে।

কাল তিনি এমন একটি কাজ করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা চলছে। গতকাল ম্যাচের শুরুর দিকে পরপর উইকেট হারিয়ে লখনৌ বেশ চাপে পড়ে গিয়েছিল। এই সময়ে ব্যাটিং করতে নেমে ক্রুনাল পান্ডিয়া একটা দিক আগলে রেখেছিলেন। পরে ব্যাট করতে নেমে উল্টো দিক থেকে মার্কাস স্টোইনিস আক্রমণ চালাচ্ছিলেন।

১৬ ওভারের শেষে ৪২ বলে ৪৯ রানে অপরাজিত অবস্থায় পায়ে চোটের কারনে রিটায়ার্ড হার্ট হন ক্রুনাল। তবে অনেকেই মনে করছেন সেটা আসল ঘটনা নয়। তখনো ক্রিজে নামা বাকি ছিল এলএসজির সবচেয়ে আগ্রাসী ক্রিকেটের নিকোলাস পুরানের। শেষ ৪ ওভারে যাতে দুই দিক থেকে দুইজন আগ্রাসী ক্রিকেটার মাঠে থাকতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই নিজে ক্রিজ ছেড়েছিলেন ক্রুনাল।

k pandya

এরপর প্রথম ইনিংস শেষ হওয়ার পর থেকেই তিনি প্রস্তুত হয়ে যান বল করার জন্য এবং বল হাতে নিয়ে কৃপণ বোলিংও করেছেন তিনি। নিজের ৪ ওভারে কোনও উইকেট না পেলেও মাত্র ২৬ রান দিয়েছিলেন এলএসজি অধিনায়ক। তার ওই কৃপণ বোলিং পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

তবে কাল ব্যাট হাতে সচিন টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন তারকা অলরাউন্ডার। এর আগে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রান করে রিটায়ার্ড হার্ট হওয়ার রেকর্ডটি ছিল সচিন টেন্ডুলকারের নামে। মাস্টার ব্লাস্টার আইপিএলের মঞ্চে ৩৬ রান করে অপরাজিত থাকা অবস্থায় চোটের জন্য ক্রিজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কাল ৪৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়ে সচিনের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর