ছোটপর্দার ‘হ‍্যান্ডসাম হাঙ্ক’ এবার বড়পর্দায়, শ্রাবন্তীর নায়ক হচ্ছেন ক্রুশাল!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মডেলিং থেকে বাংলা সিরিয়ালে ডেবিউ। তারপর হিন্দি সিরিয়াল। আর এখন সোজা বড়পর্দা। তড়তড়িয়ে সাফল‍্যের সিঁড়ি চড়ছেন অভিনেতা ক্রুশাল আহুজা (Krushal Ahuja)। ‘কী করে বলবো তোমায়’ সিরিয়ালে স্বস্তিকা দত্ত‍র নায়ক এবার শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee) এবং দিতিপ্রিয়া রায়ের নায়ক!

সোশ‍্যাল মিডিয়ায় ক্রুশালের নতুন ছবি দেখে প্রথমে হোঁচট খেয়েছিলেন অনুরাগীরা। তিন বছর পর দাড়ি কেটেছেন তিনি। রয়েছে শুধু মোটা গোঁফ। ক‍্যাপশনে দাড়িপ্রেমীদের মন ভাঙার জন‍্য আগেভাগে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা। কিন্তু হঠাৎ সাধের দাড়ি কাটার কারণ কী?


আসলে সবটাই সিনেমার স্বার্থে। পরিচালক রবিন নাম্বিয়ারের ছবি দিয়েই টলিউডে হাতেখড়ি হচ্ছে ক্রুশালের। তাঁর বিপরীতে থাকছেন শ্রাবন্তী ও দিতিপ্রিয়া। প্রথম ছবিতেই নায়কের চরিত্র। উপরন্তু দুই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ। সব মিলিয়ে উচ্ছ্বসিত ক্রুশাল।

সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, এক নায়কের দুই নায়িকা হলেও তথাকথিত ত্রিকোণ প্রেম নেই গল্পে। যদিও শ্রাবন্তীর সঙ্গে পর্দায় প্রেম করতে হতে পারে। তবে ক্রুশাল জানান, অভিনেত্রীর সঙ্গে যাতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারেন তার জন‍্য অনুশীলন করছেন। তাঁদের জুটিটা দর্শকদের ভাল লাগবে, আশাবাদী ক্রুশাল।

https://www.instagram.com/p/CdatHg5LSGi/?igshid=YmMyMTA2M2Y=

উল্লেখ‍্য, ছবিতে এই তিন অভিনেতা অভিনেত্রী ছাড়াও রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। ক্রুশালের সঙ্গে সঙ্গে বড়পর্দায় অভিষেক করছেন পরিচালক রবিনও। জুন মাসে শুটিং শুরু হবে নতুন ছবির। তবে এ দেশে নয়, লন্ডনে এক মাস ধরে চলবে শুটিং।

ক্রুশালের প্রেমিকা অবশ‍্য বড়পর্দায় অভিনয়ের দিক দিয়ে বেশি অভিজ্ঞ। ইতিমধ‍্যেই সিনেমা এবং ওয়েব সিরিজে অভিষেক করে ফেলেছেন তিনি। তবে অভিনয় নিয়ে বিশেষ কোনো পরামর্শ তিনি দেননি প্রেমিককে। বরং বলেছেন, লন্ডনের আবহাওয়া উপভোগ করতে। শুটিং তো থাকবেই। সঙ্গে একটু ঘোরাফেরা আর অবশ‍্যই ব‍্যাগ বোঝাই করে উপহার আনতে হবে।

X