মন খারাপ নিয়ে এল ২০২২, বছরের শুরুতেই পরিবারের সদস‍্যকে হারালেন ক্রুশাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একরাশ হাসি, আনন্দ ও নতুন সুযোগ নিয়ে আসার কথা ছিল ২০২২ এর। কিন্তু কার্যক্ষেত্রে তেমন কিছুই হল না অভিনেতা ক্রুশাল আহুজার (krushal ahuja)। বরং নতুন বছরের শুরুটা খারাপ খবর দিয়েই করতে হল তাঁকে। বছরের শুরুতেই পরিবারের এক অত‍্যন্ত গুরুত্বপূর্ণ সদস‍্যকে হারালেন ক্রুশাল। সোশ‍্যাল মিডিয়ায় খবরটা দিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেতা।

নিজের নানি অর্থাৎ দিদিমাকে হারিয়েছেন ক্রুশাল‌। প্রত‍্যেক নাতি নাতনির কাছে দিদা দাদুরা খুব কাছের মানুষ হয়ে থাকেন। ব‍্যতিক্রম নন ক্রুশাল। তাঁর জীবনের অনেকটা জুড়ে ছিলেন আদরের নানি। বছরের শুরুতেই তাঁকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা। তবে তিনি লিখেছেন, নানি তাঁর থেকেও অনেক শক্ত সমর্থ ছিলেন। অনেক বছর পর নানার সঙ্গে দেখা করতে পারলেন তিনি। প্রত‍্যেক জন্মে তাঁকেই নিজের নানি হিসাবে পেতে চেয়েছেন ক্রুশাল।


গত বছরেও ব‍্যক্তিগত জীবন নিয়ে চর্চায় উঠে এসেছিলেন ‘কী করে বলব তোমায়’ অভিনেতা। বেশ কিছুদিন ধরে তাঁর সম্পর্ক, বিচ্ছেদ নিয়ে চর্চা অব‍্যাহত ছিল। অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে ক্রুশালের প্রেম কারোরই অজানা নয়। তাই তাঁদের আলাদা হয়ে যেতে দেখে মন ভেঙেছিল অনেকেরই।

যদিও বছরের শেষের দিকে ফের বনিবনা করে নেন ক্রুশাল অদ্রিজা। দীপাবলীর রাতে একসঙ্গেই সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তাঁদের। ঠিক আগের মতো। হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে  লেন্সবন্দি হন ক্রুশাল অদ্রিজা। ডিসেম্বরে অভিনেতার দিদির বিয়েতে আমন্ত্রিত ছিলেন অদ্রিজা।

সেজেগুজে উপস্থিত থেকেছেন প্রতিটি অনুষ্ঠানে। একসঙ্গে একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছেন দুজনে। আপাতত হিন্দি সিরিয়াল ‘রিশতো কা মাঞ্ঝা’তে অভিনয় করছেন ক্রুশাল। অপরদিকে একটি বাংলা সিরিয়ালে মুখ‍্য চরিত্রে রয়েছেন অদ্রিজা।

সম্পর্কিত খবর

X