বাংলাহান্ট ডেস্ক: নেটদুনিয়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে ক্রুশাল আহুজা (krushal ahuja) ও অদ্রিজা রায়ের (adrija roy) বিচ্ছেদের গুঞ্জন। গত বছরের শেষের দিকেই দুজনের সম্পর্কে জড়ানোর খবর পাওয়া গিয়েছিল। কোনো সময়েই প্রকাশ্যে তা স্বীকার না করলেও দুজনের সোশ্যাল মিডিয়ায় ভরে ছিল যুগল ছবিতে। ইন্ডাস্ট্রিতেও প্রায় সকলেই এই জুটির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন।
কিন্তু ‘কী করে বলবো তোমায়’ শেষের পর ক্রুশাল নতুন সিরিয়াল শুরু করতেই অদ্রিজার সঙ্গে তাঁর দূরত্বের কানাঘুঁষো আরো তীব্র হয়। এতদিন এই ব্যাপারে কেউ মুখ না খুললেও সম্প্রতি ক্রুশালের একটি পোস্টে তাঁর মানসিক অবস্থা নিয়ে সন্দেহ জেগেছে নেটিজেনদের মনে।
‘তোমাকে ছাড়া বাঁচব না’, বহুল প্রচলিত এই কথাটির উপর থেকে সম্প্রতি বিশ্বাস হারিয়েছেন ক্রুশাল। অন্তত তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে তো তেমনটাই মালুম পড়ছে। তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া বাঁচব না, এটা স্রেফ একটি মিথ’। হঠাৎ এমন ধারনা কেন হল ক্রুশালের? তিনি ভাল আছেন তো? এমনি হাজারো প্রশ্ন জেগেছে নেটনাগরিকদের মনে।
একজন লিখেছেন, ‘এমন অনেকে মানুষ আছে যারা আপনাকে ছেড়ে যাবে। কিন্তু আপনাকে মন শক্ত করতেই হবে। অন্য কাউকে আপনার মন ভাঙতে দেবেন না।’ তবে ক্রুশাল অনুরাগীদের আশ্বস্ত করেছেন তিনি খুব ভাল আছেন।
https://www.instagram.com/p/CSkL0j6BIrf/?utm_medium=copy_link
অপরদিকে বিচ্ছেদের পরপরই অদ্রিজার নতুন সম্পর্কে জড়ানোর খবর সামনে এসেছে। অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে নাকি প্রায়ই সময় কাটাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়াতেও। উল্লেখ্য, ‘মৌ এর বাড়ি’ নামে নতুন একটি বাংলা সিরিয়ালে অভিনয় করতে চলেছেন অদ্রিজা। এই সিরিয়ালেই অভিষেকের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
তবে কি অনস্ক্রিন রসায়ন আরো ভাল করতেই অফস্ক্রিনেও বন্ধুত্ব পাতানোর কথা ভাবলেন অদ্রিজা? নাকি সত্যি সত্যিই নতুন সম্পর্ক ডানা মেলছে দুজনের মধ্যে! আর সেই কারণেই কি ক্রুশালের এমন অভিমান ভরা পোস্ট? উত্তর খুঁজছে নেটনাগরিকরা।