দলে নেয়নি রাহানে, কোহলি আসতেই কপাল খুলবে এই তরুণ ক্রিকেটারের, দ্বিতীয় টেস্টে অভিষেক নিশ্চিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জেতার মরিয়া চেষ্টা করেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটাররা আশ্চর্যজনক লড়াইয়ের দক্ষতা দেখিয়েছেন। তাই ভারতকে দ্বিতীয় ম্যাচে জয় পেতে নিজেদের সেরা একাদশই নামাতে হবে। প্রথম ম্যাচে ভারতীয় দলে এমন একজন ক্রিকেটার খেলার সুযোগ পাননি, যিনি তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। এই তারকা ব্যাটসম্যানকে বিরাট কোহলির নেক নজরে রয়েছেন বলেও মনে করা হয়।

প্রথম টেস্ট ম্যাচে ঋদ্ধিমান সাহার কাঁধের চোটের কারণে তিনি উইকেটকিপিংয়ে আসেননি। তার জায়গায় কিপার হিসাবে নামার সুযোগ পান শ্রীকর ভরত। গত আইপিএলে তিনি মাঠে নেমেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স। গত ম্যাচে ভরতের উইকেটকিপিং দক্ষতা সবার মন জয় করেছে। তার লম্বা ছক্কা মারার দক্ষতার সাথে সাথে বড় ইনিংস খেলার ক্ষমতার কথাও ক্রিকেটপ্রেমীদের জানা। তিনি বড় ইনিংস খেলার জন্য পরিচিত। ঘরোয়া ক্রিকেটে, ভরত ৬৯ ম্যাচে ৩৯০৯ রান করেছেন।

KS Bharat

শ্রীকর ভরতকে বিরাট কোহলির প্রিয় খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। ভরত আইপিএলে আরসিবি-র হয়ে খেলেন, যার অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল ২০২১-এ ভরতের দুর্দান্ত পারফরম্যান্স আরসিবি-কে প্লে অফে পৌঁছতে সাহায্য করেছিল। আরসিবির হয়ে ৮ ম্যাচে ১৯১ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভরত প্রচুর রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে একটি ত্রিশতরানও রয়েছে তার।

কানপুরে প্রথম টেস্ট ম্যাচে ঋদ্ধিমান সাহার চোটের কারণে কিপিংয়ের সুযোগ চলে এসেছিল। ২ টি ক্যাচ ধরে ও একটি স্টাম্পিং করে কিপার হিসাবে নজর কেড়েছিলেন। ঋদ্ধিমান গ্রিন পার্কে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেও ফিট না থাকলে মুম্বাইয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম তার। মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে আরসিবিতে তাঁর তত্ত্বাবধানে খেলা ভরত অভিষেকের সুযোগ পেতে পারেন। বড় ইনিংস খেলে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান ভরত।


Reetabrata Deb

সম্পর্কিত খবর