জওয়ানের সাফল্যের পর বড় চমক! ২৫ বছর পর ফের সিনেমা হলে আসছে শাহরুখের এই ছবি

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে রজত জয়ন্তী। ২৫ বছরের এই পূর্ণতার মাহেন্দ্রক্ষণে ফের বড়পর্দায় আসতে চলেছেন রাহুল, টিনা আর অঞ্জলি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ফের সিনেমা হলে আসছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hain)।

১৯৯৮ সালের ১৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। আর নিমেষে যা হাজার হাজার টিন-এজদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। যার জেরে কেঁপে উঠেছিল বক্স অফিস। তখনকার সময়ের টিন-এজরা এই সিনেমার মধ্যেই বার্তা পেয়েছিল ‘পেয়ার দোস্তি হ্যায়’। সেই জেনারেশন জেনেছিল আকাশ থেকে তারা খসে পড়লে মনের ইচ্ছে জানাতে হয়। ৯০ দশকের এই ছবিই শিখিয়েছিল ভালোবাসা এবং বন্ধুত্বের নতুন সংজ্ঞা। নেপথ্যে ছিলেন করণ জোহার (Karan Johar)। সেই সময়ের টিন-এজরা এখন ৪০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছেন। তবে নস্টালজিয়া ফিরছে এবার।

সোমবার ২৫ বছর পূর্ণ করতে চলেছে ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ খান (Shah Rukh Khan), রানি মুখার্জি (Rani Mukherji) এবং কাজল (Kajol) অভিনীত এই ছবি ফের দর্শকদের সামনে আসতে চলেছে। ছবির ২৫ বছর উপলক্ষে বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে ধর্মা প্রোডাকশনের তরফে।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ধর্মা প্রোডাকশনের তরফে লেখা হয়েছে, ‘আমরা একবার বাঁচি, একবার মরি এবং আমরা একবার কুচকুচ হোতা হ্যায় স্পেশাল স্ক্রিনিংয়ের (Special Screening) সুযোগও পাই। ১৫ অক্টোবর মুম্বইয়ে (Mumbai) পিভিআর আইনক্সে দেখানো হবে কুছ কুছ হোতা হ্যায়।’ জানা গিয়েছে, মাত্র ২৫ টাকার বিনিময়ে টিকিট কেটে নস্টালজিয়ায় ডুব দিতে পারবেন সিনেপ্রেমীরা।

 

যদি এই স্ক্রিনিং শুধুমাত্র মুম্বইয়ে হচ্ছে, তবে কলকাতাতেও (Kolkata) এই বিশেষ স্ক্রিনিংয়ের দাবি রাখা হয়েছে। একজন নেটনাগরিক লিখেছেন, ‘কলকাতার দর্শকরাও কুছ কুছ হোতা হ্যায় ২৫ বছর পূর্তি উপলক্ষে এই ছবি দেখতে চায়। এখানে শাহরুখ খান ও করণ জোহরের লক্ষাধিক ভক্ত রয়েছেন। দয়া করে কলকাতাতেও বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হোক।’


Monojit

সম্পর্কিত খবর