বাংলা হান্ট নিউজ ডেস্ক: জমে উঠেছে বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজ। প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের শেষে পুরোপুরি চালকের আসনে ভারতীয় দল। শ্রেয়স আইয়ার, চেতেশ্বর পুজারা এবং রবি অশ্বিনের ব্যাটে ভর করে প্রথমে ব্যাটিং করে ৪০৪ রানের স্কোর খাড়া করেছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুঁইয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।
মূলত মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব ভেঙেছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। আজ সকালে শ্রেয়স আইয়ার ৮৬ রানে আউট হওয়ার পর ভারতের ইনিংসকে টানেন রবি অশ্বিন ও কুলদীপ যাদব। অশ্বিন অর্ধশতরান করলেও কুলদীপ যাদব ৪০ রানের বেশি করতে পারেননি। অশ্বিন আউট হন ৫৮ রান করে। তাদের ৯২ রানের পার্টনারশিপে ভর করেই স্কোরবোর্ডে ৪০৪ রানের স্কোর তুলতে পেরেছিল ভারত।
এরপর ব্যাটিংয়ের সময় ৫ রানের মধ্যে ২ উইকেট খুঁইয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আর কোনও বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয়েছিল। এরপর কুলদীপ এবং সিরাজ পুরোপুরি ধ্বংস করে দেয় বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে। ৩ উইকেট নেন সিরাজ। ৪টি উইকেট জোটে কুলদীপ যাদবের কপালে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন লিটন দাস ও মুশফিকুর রহিম। লিটন দাসের (২৪) সাথে মাইন্ড গেম খেলে তাকে বোল্ড করেন সিরাজ। মুশফিকুর রহিমকে তুলে নেন কুলদীপ (২৮)। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ।