দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বল হাতে লজ্জার রেকর্ড গড়লেন কুলদীপ যাদব, ভাঙলেন ৮ বছরের কুখ্যাত রেকর্ড

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন হয়ে গেল নিজের ফর্মের ধারেকাছেও নেই ভারতে নির্ভরযোগ্য স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অনেক চেষ্টা করেও তিনি ফর্মে ফিরতে পারছেন না কুলদীপ। প্রায় প্রত্যেক ম্যাচে বল হাতে ঝুড়ি ঝুড়ি রান দিচ্ছেন কুলদীপ, বিনিময় কোন উইকেট তুলে নিতে পারছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও কুলদীপের খারাপ ফর্ম অব্যাহত। 10 ওভার বল করে 84 রান দিয়েছেন কুলদীপ যাদব অপরদিকে একটিও উইকেট নিতে পারেননি তিনি।

শুধু 84 রানই নয় সেই সাথে আরও একটি লজ্জার রেকর্ড গড়লেন কুলদীপ যাদব। 10 ওভার বল করে আটটি 6 খেয়েছেন কুলদীপ, যা একজন ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ। কুলদীপ যাদব এর এই খারাপ বোলিংয়ের সুবাদে রানের পাহাড় গড়েও হারতে হল ভারতকে। গতকাল প্রথমে ব্যাটিং করে 336 রানের পাহাড় সমান রান করে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু খারাপ বোলিংয়ের জন্য মাত্র 43.3 ওভারেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ইংল্যান্ড।

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে 8 টি ছক্কা খেয়ে একই ম্যাচে ছক্কা খাওয়ার নিরিখে বিনয় কুমারকে টপকে শীর্ষে চলে গেলেন কুলদীপ যাদব। 2013 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7 টি ছক্কা খেয়ে লজ্জার রেকর্ড গড়েছিলেন কর্নাটকের বিনয় কুমার। এবার সেই রেকর্ড টপকে গেলেন কুলদীপ যাদব। শুক্রবার কুলদীপ যাদবকে চারটি ছক্কা মারেন বেন স্টোকস, তিনটি ছক্কা মারেন জনি বেয়ারস্টো এবং জেসন রয় মারেন একটি ছক্কা।

X