দুর্দান্ত বোলিং কুলদীপের! পেছনে ফেলে দিলেন কুম্বলে ও অশ্বিনকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রায় দু’বছর পর আবার টেস্ট ফরম্যাটে প্রত্যাবর্তন করেছেন কুলদীপ যাদব। আর মাঠে ফিরেই নিজের প্রভাবটা আরও একবার খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর সবচেয়ে সফল বোলার তিনিই। তার এবং সিরাজের দাপটে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ১৬ ওভার হাত ঘুরিয়ে ৬টি মেডেন দিয়ে মাত্র ৪০ রানের বিনিময়ে ৫ টি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতন গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ ব্যাটারদের উইকেট পেয়েছেন তিনি। এছাড়া প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৪০ রানের একটা ইনিংস খেলেছিলেন তিনি।

এটি ছিল কুলদীপ যাদবের টেস্ট কেরিয়ারের তৃতীয় ফাইফার। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের মাটিতে এক ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। তবে আজকের ৫/৪০-টি ছিল তার কেরিয়ারের শ্রেষ্ঠ বোলিং ফিগার।

kuldeep team india

আজ অনিল কুম্বলে এবং রবি অশ্বিনকে পেছনে ফেলে দিয়েছেন কুলদীপ। এর আগে ভারতীয় স্পিনার হিসেবে বাংলাদেশের মাটিতে সবচেয়ে ভালো বোলিং-ফিগার ছিল এই দুই কিংবদন্তি স্পিনারের। অশ্বিন ২০১৫ সালে ফতুল্লায় ৮৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলেছিলেন। কুম্বলের প্রতিবেশী দেশে সেরা বোলিং ফিগার ছিল ৪/৫৫। তাদের দুজনকে পেছনে ফেলে দিয়েছেন কুলদীপ ভারতীয় স্পিনার হিসেবে।

ভারত প্রথম ইনিংসে ২৫৪ রানের লিড পাওয়ার পরও ভারতের বর্তমান অধিনায়ক লোকেশ রাহুল বাংলাদেশকে ফলোঅন করাননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চের আগে ভারতের স্কোর বিনা উইকেট খুইয়ে ৩৬। তৃতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং প্র্যাকটিস সেরে নিয়ে বাংলাদেশের উপর চতুর্থ ইনিংসে পর্বত প্রমাণ রানের বোঝা চাপিয়ে দিতে চাইছে ভারতীয় দল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর