আচমকাই সিদ্ধান্ত! শেষ মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে থাকা এই প্লেয়ারকে সুযোগ দিল BCCI, চাপ বাড়বে ক্যারিবিয়ানদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ ১৬ ই ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এখন টি-টোয়েন্টি সিরিজেও ভালো ফল করতে চায় ভারত। তবে টি টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সেরা দল। তাই লড়াই একেবারেই সোজা হবে না।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যোগ দিয়েছেন বিপজ্জনক চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। আহত অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি ওয়েস্ট ইন্ডিজকে এর আগে সমস্যায় ফেলেছেন। সাম্প্রতিক সময়ে ওডিআই সিরিজের শেষ ম্যাচে তিনি ২ উইকেট নিয়েছিলেন। তাই নির্বাচকরা তার ওপর ভরসা করেছেন।

virat kuldeep

 

টি-টোয়েন্টি সিরিজেও ভারতের চোখ থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ক্লিন সুইপ’ করার দিকে। বিসিসিআই তাদের ওয়েবসাইটে এই ঘোষণা করেছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন সুন্দর। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অল ইন্ডিয়া সিলেকশন কমিটি কুলদীপ যাদবকে তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সম্পূর্ণ সময়সূচী

১৬ই ফেব্রুয়ারি: প্রথম টি-টোয়েন্টি (কলকাতা)

১৮ই ফেব্রুয়ারী: দ্বিতীয় টি-টোয়েন্টি (কলকাতা)

২০শে ফেব্রুয়ারি: তৃতীয় টি-টোয়েন্টি (কলকাতা)

Reetabrata Deb

সম্পর্কিত খবর