ভারতের জার্সিতে নতুন বিশ্বরেকর্ড কুলদীপের! পেছনে ফেলে দিলেন একাধিক কিংবদন্তিকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। সেখানে রীতিমত চাপে পড়ে গিয়েছে তারা সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে। এই মুহূর্তে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল এবং এই ম্যাচে তারা হারলে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই যেতে নেবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ব্যবহৃত বোলিংবান্ধব উইকেটে তৃতীয় ম্যাচে ভারতকে লড়াইয়ে রাখলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

কুলদীপ ম্যাজিকে লড়াইয়ে ভারত:
আজ সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে টসে হেরে প্রথমে বোলিং করতে নামা ভারতীয় দলকে লড়াইয়ে রেখেছেন এই চায়নাম্যান স্পিনার। মাঝের ওভার গুলিতে রান আটকে এবং গুরুত্বপূর্ণ উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে একটি বড় রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কুলদীপ:
আজ বল হাতে দুর্দান্ত বোলিং করে ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান এবং জনসন চার্লসকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছেন তিনি। তার পাশাপাশি কৃপণ বোলিং করে তিনি ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৮ রান। পেছনে ফেলে দিয়েছেন নিজের প্রিয় বন্ধু এবং সতীর্থ যুজবেন্দ্র চাহালকে।

kuldeepp

চাহালকে টপকে হাতের মুঠোয় বড় রেকর্ড:
এতদিন ভারতীয় দলের হয়ে দ্রুততম ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার রেকর্ড ছিল চাহালের নামে। ৩৪ ম্যাচে সেই কীর্তি গড়েছিলেন তারকা লেগস্পিনার। কুলদীপ যাদব আজ নিজের ৫০ তম উইকেট টি পেলেন নিজের কেরিয়ারের ২৯ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নেমে। বিশ্ব ক্রিকেটে তার চেয়ে এগিয়ে রয়েছেন শুধুমাত্র প্রাক্তন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। তিনি ২৬ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন।

ভারতের জার্সিতে দ্রুততম ৫০ টি-টোয়েন্টি উইকেট:
★ কুলদীপ যাদব (২৯ ম্যাচ)
★ যুজবেন্দ্র চাহাল (৩৪ ম্যাচ)
★ যশপ্রীত বুমরা (৪১ ম্যাচ)
★ রবি অশ্বিন (৪২ ম্যাচ)
★ ভুবনেশ্বর কুমার (৫০ ম্যাচ)

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর