বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ না পেয়ে কার্যত নিজের ক্ষোভ উগড়ে দিলেন কেকেআরের তারকা স্পিনার কুলদীপ যাদব। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত তিনি একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পাননি।
এই মুহূর্তে ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব। দলে সুযোগ পেলেও প্রথম একাদশে রাখা হচ্ছে না তাকে। আর সেই কারণে আইপিএলের মত বড় মঞ্চে ভালো পারফরম্যান্স করে ভারতীয় নির্বাচকদের মন জয় করতে নিতে চেয়েছিলেন কুলদীপ যাদব কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হল না বলে জানিয়েছেন তিনি। কুলদীপ যাদব এর মতে আমি খেলার জন্য পুরোপুরি ভাবে তৈরি ছিলাম কিন্তু টিম ম্যানেজমেন্ট আমার উপর ভরসা রাখতে পারেনি।
এবার কলকাতা নাইট রাইডার্স এর স্পিন বিভাগ সামলেছেন বরুণ চক্রবর্তী, হরভজন সিং, সুনীল নারিনরা। সেখানে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি কুলদীপ যাদবকে। স্বাভাবিক ভাবেই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এমন ব্যবহার আশা করেননি তিনি।
উল্লেখ্য, গত বছরও পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছিলেন কুলদীপ। পাঁচটি ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন কুলদীপ।