‘অনেক টাকা কামিয়েছি…’, কার হাত ধরে কেরিয়ার শুরু, এবার ফাঁস করলেন স্বয়ং কুমার শানু

বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম বড় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ বেশ জমে গেছে। উইকেন্ডের এপিসোডে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা রাজ বব্বর। গায়িকা-অভিনেত্রী সালমা আঘাও এসেছিলেন এই এপিসোডে। রাজ বাব্বর অভিনীত সিনেমার গান গেয়ে এদিন প্রতিযোগীরা  সম্মান জানান অভিনেতাকে।

তবে এদিনের এপিসোডে সবার মন জয় করে নিয়েছে রাজস্থানের পীযূষ কুমারের গান। পীযূষ  ‘প্রেম গীত’ এবং ‘আপ তো অ্যায়সে না থে’ সিনেমা থেকে ‘হোটো সে ছুলো তুম’ এবং ‘তু ইস তারাহ সে মেরি জিন্দেগি’ গান দুটি এদিন পরিবেশন করেন। গান শুনে পীযূষের ভূয়সী প্রশংসা করেন রাজ। রাজ বব্বর এদিন মন্তব্য করতে গিয়ে টেনে আনেন গায়ক জগজিৎ সিং এর কথা।

আরোও পড়ুন : জানেন, ট্রেনের এসি কোচের টেম্পারেচার ‘কত’ রাখা হয়? আসল সত্যিটা জানেন না ৯০% মানুষই

রাজ এদিন পীযুষকে বলেন, “চমৎকার। তোমার গান শুনে আমি বেশ কিছুটা পুরনো স্মৃতি মনে করলাম।  ‘হোটো সে ছুলো তুম’ গানটা শুনে মনে পড়ে গেল জগজিৎ সিং এর কথা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই ভেবে যে জগজিৎ সিং আমার জন্য এই গান গেয়েছেন। পঞ্জাবিতেও, লং দ্য লাস্কারা-তে।”

আরোও পড়ুন : এবার বন্দে ভারতে করেই রাম মন্দির! তীর্থযাত্রীদের সুখবর দিল রেল, প্রকাশ্যে এল রুট

অভিনেতা রাজ বব্বরের কথা শুনে কুমার শানু বলেন, “প্রথম বোম্বাই এসে এই গানগুলো গেয়ে আমি অর্থ উপার্জন করতাম। বিভিন্ন অনুষ্ঠান, হোটেলে এই গানগুলো গাইতাম আমি। হোটো সে ছুলো তুম গানটি শুনতে শ্রোতারাও খুব পছন্দ করতেন। এই গান আমাকে নস্টালজিক করে তুলেছে।”

kumar sanu

এই এপিসোডে কুমার শানুকে (Kumar Sanu) আরো বলতে শোনা যায়, “বলিউডে আমাকে প্রথম আবিষ্কার করেন জগজিৎ সিং। নিজে গাড়ি চালিয়ে আমাকে রেকর্ডিং স্টুডিওয়ে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ক্যাসেট তুলে কল্যাণজির কাছে দিয়েছিলেন। পরে আমাকে সুযোগ দিয়েছিলেন কল্যাণ জি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর