অভিনেতারাই ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছেন, গায়কদের অপমান! বলিউডের অধঃপতন নিয়ে বিষ্ফোরক কুমার শানু

বাংলাহান্ট ডেস্ক: দ্য কাশ্মীর ফাইলস, পাঠান, দ্য কেরালা স্টোরির মতো কিছু ছবি হঠাৎই ঝড়ের মতো এসে বলিউডের (Bollywood) হাল কিছুটা ঠিক করে দিয়ে যায়। নয়তো করোনার পর থেকেই সেই যে অধঃপতন শুরু হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রির, তা আর শোধরানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দর্শকরা ক্রমেই মুখ ঘোরাচ্ছে। এবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খুললেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)।

ইন্ডাস্ট্রিতে গায়ক গায়িকাদের উপরে অবিচারের ঘটনা একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ সম্প্রতি অভিযোগ করেছিলেন, বছরের সফলতম ছবি থেকে নাকি তাঁকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ খুলেছেন অমল মালিকও। এমনকি এখন সঙ্গীত জগতের বেতাজ বাদশা অরিজিৎ সিংও এই অবিচারের শিকার হয়েছেন। এখনো সলমন খানের ছবিতে তাঁর গান গাওয়া নিষিদ্ধ।

Kumar Sanu

এই প্রসঙ্গেই সম্প্রতি কুমার শানু এক সাক্ষাৎকারে বলেন, তাঁদের প্রজন্মের শিল্পীরা সত্যিই ভাগ্যবান ছিল। কিন্তু এখন যুগ বদলেছে। তাঁর মতে, এখনকার সঙ্গীত পরিচালকরা যদি পাশ্চাত্য সঙ্গীতের দিকে না ঝুঁকে ভারতীয় সঙ্গীত নিয়ে চর্চা করত তাহলে নিজেদের সেরাটা দেখানো যেত। এখন অভিনেতারাও ঠিক করে দিচ্ছেন কোন গায়ক গায়িকা গান গাইবে তাদের জন্য। এগুলো বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন কুমার শানু।

শানু কটাক্ষ করে বলেন, ‘এখন সঙ্গীতটা গৌণ হয়ে গিয়েছে, অথচ এটাই একসময় মুখ্য ছিল। সমসাময়িক ছবির পরিচালনায় এতটাই অতিরিক্ত আত্মবিশ্বাস ঢুকে গিয়েছে যে তারা ভাল গানটুকুও রাখার প্রয়োজন মনে করে না। আমাদের ইন্ডাস্ট্রির এই ভোগান্তির নেপথ্যে এটা অন্যতম কারণ’।

ইন্ডাস্ট্রির ঠোঁটকাটা সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম কুমার শানু। নিজের জীবনে বিতর্কিত অধ্যায় কম না থাকলেও ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই শোনা যায় তাঁকে প্রত্যেক বার। এবারও বিষ্ফোরণ ঘটিয়েছেন কুমার শানু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর