বাংলাহান্ট ডেস্ক: কুমার শানু (Kumar Shanu) মানেই আগলহীন কথাবার্তা। স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতেই পছন্দ করেন তিনি। টলিউড (Tollywood), বলিউড দুই ইন্ডাস্ট্রি কাঁপানো সঙ্গীতশিল্পীর নামের সঙ্গে কম বিতর্ক জড়িয়ে নেই। কিন্তু তাও রেখেঢেকে কথা বলতে তিনি নারাজ। এই যেমন সম্প্রতি কলকাতায় একটি বাংলা ছবির গান ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে বাংলা ছবি, গান নিয়েই ক্ষোভ উগরে দিলেন তিনি।
পরিচালক কল্যাণ সরকারের ‘টাকার রং কালো’ ছবির ট্রেলার ও গান লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার শানু। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি। বাংলা ছবিতে অগুন্তি গান গেয়েছেন তিনি। কিন্তু তাঁর সোজাসাপটা বক্তব্য, এখন আর বাংলা ছবি দেখেন না তিনি।
কেন? কারণ বাংলা ছবির কোনো মাথামুণ্ডু নেই। শানু বলেন, কোনো কোনো ছবি এতই সিরিয়াস বানিয়ে দেয় যে রাতে ঘুমই আসবে না। আবার রোম্যান্টিক ছবিগুলোর কোনো মাথামুণ্ডু নেই। তাই তিনি এখন আর বাংলা ছবি দেখেন না।
তিনি অভিযোগের আঙুল তুলেছেন রিমেক গান এবং এখনকার সময়ের রিয়েলিটি শো গুলির দিকেও। গান রিমেক করা হচ্ছে কেন? গায়কের মতে, কনটেম্পোরারি কিছু পাচ্ছেন না সঙ্গীত পরিচালকরা। তাই আগেকার গানগুলোর দিকেই হাত বাড়াতে হচ্ছে তাদের। শুধু নাচলেই তো আর গান হয়ে যায় না। মিউজিক হল একটা থেরাপি।
তেমনি এখনকার রিয়েলিটি শো গুলিও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুমার শানুর। তিনি বলেন, আগেকার সময়ে প্রতিযোগিতা ছিল ঠিকই। কিন্তু সেটা ছিল সুস্থ প্রতিযোগিতা। আর এখন রিয়েলিটি শো চলছে টাকার জোরে। কে কার রেশন এনে দিল, কে বাজার করে দিল, কে বড় উপহার দিল তার উপরে নির্ভর করে চলে শো গুলো, বিষ্ফোরক কুমার শানু।
শুধু কি টলিউড? বলিউডকেও কাঠগড়ায় তুলেছেন গায়ক। ইন্ডাস্ট্রির অভ্যন্তরের সত্যিটা সবার সামনে এনে ফেলেছেন তিনি। হ্যাঁ, বলিউডেও প্রচণ্ড রকমের লবিবাজি হয়। তবে প্রতিভাকে দাবিয়ে রাখা যায় না কোথাওই। এখনো তিনি গান গাইছেন। কারণ একটা গান যদি কুমার শানুর গাওয়ার জন্য হয়, সেটাকে কুমার শানুকে দিয়েই গাওয়াতে হবে।