এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার থেকে নিজেকে মহাদেবের পায়ে সমর্পণ! মহাকুম্ভে সবাইকে চমকে দিলেন IIT বাবা

বাংলাহান্ট ডেস্ক : ১৪৪ বছর পর কুম্ভ মেলায় (Kumbh Mela) মহাযোগের কারণেই অন্যান্য বছরের তুলনায় আকর্ষণ তুঙ্গে। শুধু দেশ নয়, বিদেশ থেকেও ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। আর অন্যান্য বছরের মত এই বছরেও খবরের শিরোনামে উঠে আসছেন বহু নাগা সন্ন্যাসী। বলা বাহুল্য, ২০২৫ সালের কুম্ভ মেলায় নয়া আকর্ষণ IIT বাবা।

কুম্ভ মেলায় (Kumbh Mela) হাজির IIT বাবা

গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থলে বসে এই IIT বাবা এক সাংবাদিককের সামনে তা রীতিমতো ভাইরাল। শুধুমাত্র সন্ন্যাসী (Monk) বলে নয়, এই মানুষটির জীবন দর্শন মুগ্ধ করেছে সকলকেই। দুর্দান্ত ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটির বাগ্মীতার সম্পর্কে সাংবাদিক প্রশংসা করলে তিনি জানান, আইআইটি থেকে পাস করেছেন তিনি। ফলে, স্বাভাবিকভাবেই আইটিআই প্রাক্তনীকে সন্ন্যাসী রূপে দেখে হতবাক সকলেই।

Kumbh Mela IIT monk details

জানা গিয়েছে, ওই সন্ন্যাসীর আসল নাম অভয় সিংহ (Abhay Singh)। আধ্যাত্মিকতার জগতে প্রবেশের পর নয়া নাম হয়েছে মাসানি গোরখ। কখনও কখনও রাঘব, জগদীশ নামেও ধরা দেন ভক্তদের কাছে। আইআইটি বম্বে থেকে এ্যারোস্পেস নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করলেও ভোলানাথের নামে জীবন উৎসর্গ করেছেন তিনি। তবে মহাকাশ গবেষণাও করেছেন বহুদিন।

আরোও পড়ুন : তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে! এবার মেনে নিলেন খোদ অভিষেক! কী বললেন TMC সেনাপতি?

বিজ্ঞানের জগতের মানুষ আধ্যাত্মিক জগতে এসে পড়লেন কী করে, সেটা জানতে চাওয়া হলেই সাংবাদিকদের সামনে সন্ন্যাসী হেসে বলেন, “এটাই তো শ্রেষ্ঠ পর্যায়।” ফটোগ্রাফিতে ভীষণ আগ্রহী এই সন্ন্যাসী অবশ্য বড় হয়েছেন হরিয়ানাতেই। একদিকে যেমন ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন, অন্যদিকে পদার্থবিজ্ঞান পড়াতেন ছাত্রছাত্রীদের।

আরোও পড়ুন : ‘গাফিলতি প্রমাণ হলেই …’, ‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ডে ছাড় নেই! কী বললেন অভিষেক?

একসময় কানাডায় চলে গেলেও কিছুতেই যেন শান্তি পাচ্ছিলেন না জীবনে। লোকে কী ভাবল, তার পরোয়া করেন না বলেও জানান কুম্ভ মেলায় (Kumbh Mela) আগত এই সন্ন্যাসী। শেষে অতিমারিই জীবনকে অন্য ভাবে দেখতে শেখায় তাঁকে। তাঁর কথায়, “জ্ঞানের পিছনে ছুটে কোথায় পৌঁছনো সম্ভব? এখানে, এই জায়গায়।” স্বাচ্ছন্দ্যে ভরা জীবন, বিলাসিতা ছেড়ে কেন এই পথ বেছে নিলেন তিনি?

Kumbh Mela IIT monk details

জবাবে সন্ন্যাসী বলেন, “জীবনের অর্থ খুঁজে বেড়াই আমরা। ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ও দর্শনের কোর্স করি আমি। উত্তর-আধুনিকতাবাদ, সক্রেটিস, প্লেটো, জীবনের অর্থ বুঝতে চেয়েছিলাম। এখন বুঝেছি, এটাই আসল জ্ঞান। জীবনকে বুঝতে হলে, নিজের মনকে বুঝতে হলে আধ্যাত্মিকতার মাধ্যমেই বুঝতে হবে।” এই আইআইটি প্রাক্তনীর সংযোজন, সবকিছুর শেষ সেই মহাদেব, চিরসত্য। তিনি সেই সত্যকেই তুলে ধরছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর