আসবেন ২ হাজার নাগাসাধু, হেলিকপ্টার থেকে হবে পুষ্পবর্ষণ! ৭০৪ বছর পর নদীয়ায় হতে চলেছে কুম্ভমেলা

বাংলা হান্ট ডেস্ক: “কুম্ভমেলা” (Kumbh Mela) মানেই আমরা সাধারণত গঙ্গা, যমুনা, সরস্বতীর সংযোগস্থল অর্থাৎ প্রয়াগরাজে সম্পন্ন হওয়া বিশাল মেলাটির কথাই জানি। যেখানে পুণ্যস্নানের জন্য দেশ-বিদেশ থেকে উপস্থিত হন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এমনকি, হিন্দু পুরাণ অনুযায়ী, যুক্তবেণী ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের মাহাত্ম্যও অনেক। তবে, বর্তমান প্রতিবেদনে আমরা যে কুম্ভমেলাটির প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপিত করব সেটি একটা সময়ে হত আমাদেরই রাজ্যের (West Bengal) একটি জেলায়।

হ্যাঁ, প্রথমে শুনে কিছুটা খটকা লাগলেও এটা কিন্তু একদমই সত্যি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘ ৭০৪ বছর পর ফের সেই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। যার জন্য চলছে বিশাল আয়োজনও। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, বাংলার কোথায় এই মেলাটি হবে? চলুন সেই উত্তরটাও জানিয়ে দিই।

মূলত, নদীয়া জেলার কল্যাণীর মাঝের চর ভাগীরথীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে এই বিশাল মেলা শুরু হতে চলেছে। ৭০৪ বছর পর এই মেলা ফের অনুষ্ঠিত হচ্ছে। জানা গিয়েছে, প্রথম থেকেই মেলা এই স্থানেই হয়ে আসছে। যদিও, পরবর্তী সময়ে মেলাটি বন্ধ হয়ে যায়। তবে, চলতি বছরে বঙ্গ কুম্ভ পরিষদের হাত ধরে ফের একবার শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী মেলাটি।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হবে। মেলাটির একদিকে রয়েছে মাঝের চর গঙ্গার ঘাট এবং অন্যদিকে রয়েছে ত্রিবেণী গঙ্গার ঘাট। যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলাতে ভিড় জমাবেন দর্শনার্থীরা।

gettyimages 1358505641 5a29f71c89eacc0037f61567

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মেলায় সারাদেশ থেকে প্রায় ২ হাজার নাগাসাধু অংশগ্রহণ করবেন। পাশাপাশি, তিনদিন যাবৎ চলবে বিশ্বশান্তি যজ্ঞ। এছাড়াও, থাকছে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবর্ষণের ব্যবস্থাও। ইতিমধ্যেই মেলাটিকে ঘিরে চরম প্রস্ততি পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, এতদিন পর ফের এই মেলার শুরুর পরিপ্রেক্ষিতে পুণ্যার্থীদের মধ্যেও বাড়তি আগ্রহ রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর