শর্তসাপেক্ষে ত্রিবেণীতে কুম্ভ মেলা আয়োজনের অনুমতি প্রশাসনের, তবে বদলে গেল মেলার স্থান-কাল

বাংলাহান্ট ডেস্ক : শর্ত সাপেক্ষে ত্রিবেনী কুম্ভ মেলা আয়োজনের অনুমতি পাওয়া গেল। কুম্ভ মেলা হবে আগামী ১২ ই জানুয়ারী ও শাহি স্নান হবে ১৩ই জানুয়ারি। তবে কুম্ভ মেলা গত বছরের তুলনায় অনেকটাই ছোট করে আয়োজন হতে চলেছে। ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে বুধবার আয়োজন হয়েছিল যজ্ঞের।

কুম্ভ মেলার ধ্বজোত্তোলনও হয় এদিন। ত্রিবেনীতে গত দু’বছর কুম্ভ মেলা হয় মাঘ সংক্রান্তিতে। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম যেমন রয়েছে এলাহাবাদে, ঠিক তেমনই সঙ্গম রয়েছে ত্রিবেণীতে। মেলা কমিটির দাবি, ৭০০ বছর আগে এই সঙ্গমস্থলে হত  কুম্ভ মেলা। গঙ্গাসাগর থেকে ফেরার পথে ত্রিবেণীতে বিশ্রাম নিতেন সাধু সন্তরা। ত্রিবেণী মাঘ মাসে মিনি কুম্ভ হয়ে উঠত।

আরোও পড়ুন : মিলল না সবুজ সংকেত! এখনও বাকী ইস্ট-ওয়েস্ট মেট্রো ও মাঝেরহাটের কাজ, কতদিন লাগবে ?

মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে এই বছর সরকার কুম্ভ মেলা করার অনুমতি দেয়নি। তারপর থেকে মেলা আয়োজনের বিষয়ে শুরু হয় চাপানউতোর। তবে শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে কুম্ভ মেলা আয়োজন করার অনুমতি দেওয়া হল। মেলা কমিটির পক্ষ থেকে যেদিন কুম্ভ মেলার দিন ধার্য করা হয়েছিল, তার থেকে একদিন পরে এই মেলা আয়োজিত হবে। পাশাপাশি মেলার স্থানও পরিবর্তিত হয়েছে।

আরোও পড়ুন : ‘প্রথমে সব ঠিক ছিল কিন্তু…’, স্বামী দীপঙ্করের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী দোলন

লাউড স্পিকার ব্যবহার করা যাবে না মেলায়। শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে ৩৬ ডেসিবেলে। দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা ১১ তারিখ এসে পৌঁছালেও, মাধ্যমিক পরীক্ষার শেষেই রীতিনীতি শুরু হবে মেলার।কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখার্জি এই বিষয়ে বলেছেন, তিন দিনের বদলে এই মেলা এ বছর দেড় দিনে হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে মেলার অনুমতি পাওয়া গেছে।

Kumbh

১১ তারিখের বদলে ১২ তারিখ বিকেল থেকে কুম্ভ শুরু হচ্ছে। বাঁশবেড়িয়া পুরসভার উপ পৌর প্রধান শিল্পী চট্টোপাধ্যায় জানান, প্রশাসন মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে প্রথমে মেলা বন্ধের কথা ভেবেছিল। তবে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে শর্তসাপেক্ষে ছোট করে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। সব রকম ভাবে সহায়তা করবে পুরসভা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর