সারদার গ্রেফতারি মামলায় অভিযোগমুক্ত কুণাল ঘোষ, দুষলেন দলেরই একাংশকে

বাংলাহান্ট ডেস্ক : সারদা মামলায় অভিযোগমুক্ত হলেন বর্তমান তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আজ বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য কুণাল ঘোষকে সারদা গ্রেফতারি মামলায় সম্পূর্ন ভাবে অভিযোগমুক্ত ঘোষণা করলেন। একই সঙ্গে সারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং সোমনাথ দত্তকেও অভিযোগমুক্ত বলে ঘোষণা করা হয়েছে।

এ দিন অভিযোগমুক্ত হয়েই আদালত চত্বরের বাইরে এসে রীতিমতো দলের বিরুদ্ধে বোমা ফাটালেন কুণাল ঘোষ। নাম না করে দলের একাংশের বিরুদ্ধে গিয়ে তিনি বলেন, “আমার গ্রেফতারির পিছনে যাঁরা ছিলেন তাদের আমি চিনি, এমনকি আমাকেও তাঁরা চেনেন। কিছু জন ভুল বোঝাবার চেষ্টাও করেছিল। নিজেদের ব্যক্তিগত রাগ মেটাতে তারা আমার নামে ভুল ও মিথ্যা তথ্য পরিবেশন করেন। গ্রেফতারের দিন আমাকে দলের কেউ সাহায্য করেননি, আমার লড়াইটা আমি নিজে দেখে নেবো।”

সারদার যে মামলায় ২০১৩ সালের ২৩ নভেম্বর প্রথম গ্রেফতার হন, সেই মামলাকে চ্যালেঞ্জ করে কোর্টে গিয়েছিলেন কুণাল। এমপি এম এল এ কোর্টে এতো দিন সেই মামলার বিচার চলছিল। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, ” আমার মক্কেলকে অন্যায় ভাবে গ্রেফতার করে অহেতুক হয়রান করা হয়েছে।” এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় অয়ন চক্রবর্তীকে।

kunal ghosh 1 1

প্রসঙ্গত সারদা গোষ্ঠীর মিডিয়া কর্মীদের বেতন এবং প্রভিডেন্ট সংক্রান্ত সংক্রান্ত মামলাটি বহুদিন ধরে চলছিল। এতে কুণালকেই প্রথম গ্রেফতার করা হয়। সরকারি আইনজীবীও স্বীকার করেন যেভাবে কুণালকে গ্রেফতার করা হয়েছিল, তাতে যথেষ্ট তথ্য-প্রমাণের প্রয়োজন ছিল। কিন্তু ২০১৩-১৪ সালে জমা দেওয়া চার্জশিটে তেমন কিছু নেই। এ দিন বিচারক বলেন, “শুধু কুণাল নন, অভিযুক্ত সকলকেই ডিসচার্জড ঘোষণা করছি।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর