দিব্যেন্দু অধিকারীর বউকে দিয়ে শুরু হোক! মহিলা ভোট টানতে কী বললেন কুণাল ঘোষ?

বাংলা হান্ট ডেস্কঃ ‘দিব্যেন্দু অধিকারীর বউকে দিয়ে শুরু করুন। ওনাদের গিয়ে প্রকল্পের সুযোগ-সুবিধা বোঝান’, চাঞ্চল্যকর বক্তব্য তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। সম্প্রতি, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চা খেতে আসার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari), আর এবার তাঁর বউয়ের নিকট উপস্থিত হয়ে উন্নয়নের কথা তুলে ধরার আবেদন জানালেন কুণালবাবু, যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা বাংলায়।

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে বাংলার বিভিন্ন প্রান্তে জনসংযোগ গড়ে তুলতে তৎপর ঘাসফুল শিবির। এক্ষেত্রে রাজ্যে মহিলা ভোটারদের নিকট বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নের কথা তুলে ধরতে চাইছে শাসক দল। বলে রাখা ভালো, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের একটি প্রধান ভোটব্যাঙ্ক হল মহিলারা। এক্ষেত্রে প্রায় ৪৯ শতাংশ ভোটার মহিলা। সেই কারণে মূলত মহিলাদের মধ্যেই সর্বপ্রথম উন্নয়নের বিষয়টি তুলে ধরতে চাইছে শাসক দল এবং সেই কাজ তৃণমূল সংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রীয়ের নিকট হতেই শুরু করার বিশেষ আবেদন জানিয়েছেন কুণাল ঘোষ।

এদিন তৃণমূল মুখপাত্র বলেন, “আমাদেরকে যারা ভোট দেয়নি, তাদের থেকে দূরে যাওয়া চলবে না। তাদের বাড়ির যারা মহিলা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে হবে। কারণ, তাদের বাড়িতে প্রবেশ করে তারপর ভোটটা বের করে আনবো আমরা। দিব্যেন্দু অধিকারীর বউকে দিয়ে শুরু করা যাক। উনি সাংসদের স্ত্রী। শিশিরবাবুর স্ত্রীও রয়েছেন। ওনারা যুক্তিসম্মত কথাবার্তা শুনতে পছন্দ করেন। আমাদের প্রকল্প এবং উন্নয়নগুলি বোঝানো হবে।”

পরবর্তীতে তিনি আরো বলেন, “ওনারা আমাদের দলের প্রতীকে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন। তাদের সঙ্গে যদি আমাদের মহিলা কর্মী তথা বঙ্গ জননীরা সাক্ষাৎ করেন, তাহলে এর মধ্যে কোনরকম অন্যায় নেই। যে সকল প্রকল্পগুলি সুযোগ সুবিধা প্রদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলি ঠিকমতো পৌঁছেছে কিনা, তা জানা হবে।”

Kunal

প্রসঙ্গত, আগামী ৩ রা ডিসেম্বর কাঁথিতে সভা করতে চলেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ওই দিন তৃণমূল নেতাকে চা খেতে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। উল্লেখ্য, বর্তমানে তৃণমূলের সাংসদ পদে থাকলেও ইতিমধ্যে বিজেপির সঙ্গে যোগসূত্রের অভিযোগ উঠেছে দিব্যেন্দুর বিরুদ্ধে। বিশেষত, তাঁর দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে সেই জল্পনা আরো বৃদ্ধি পায় আর এর মাঝেই এবার তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে দলের উন্নয়নের কথা প্রচার করার দায়িত্ব দিলেন কুণাল ঘোষ এবং এক্ষেত্রে তাঁর নির্দেশ, “শুরুটা দিব্যেন্দু অধিকারীর স্ত্রীকে দিয়ে করা হোক।”

Sayan Das

সম্পর্কিত খবর