CBI-র বিরুদ্ধে বড় জয় কুণাল ঘোষের, আদালত থেকে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেলেন TMC মুখপাত্র

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (Trinamool) মুখপাত্রের বিদেশ যাত্রায় কোনো আপত্তি নেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। গ্রিন সিগন্যাল দিয়ে সাফ জানাল আদালত। আগামী ১৬ জানুয়ারি সিঙ্গাপুর যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন নেতার এই আবেদনেই শর্তসাপেক্ষে বিদেশযাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৭ সালে সারদা মামলায় শর্তসাপেক্ষ জামিন পান কুণাল ঘোষ। জামিনের শর্তানুসারে নেতার পাসপোর্ট জমা রয়েছে সিবিআইয়ের (CBI) কাছে। পাশাপাশি তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। এরপর কেটে গেছে বহু বছর। এরপর ৬ বছর পর সম্প্রতি সিঙ্গাপুরে যেতে চেয়ে হাই কোর্টে আবেদন জানান কুণাল। এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণালের সেই আবেদনেই সাড়া দিল আদালত।

আদালতের নির্দেশে আগামী ১৬ জানুয়ারি বিদেশ ভ্রমণে যেতে পারবেন কুণাল। সেই মাসেই ৩১ তারিখ তাঁর কর্মসূচি শেষ হওয়ার কথা। তবে হাইকোর্ট তরফে জানান হয়েছে, বিদেশ যাওয়ার আগে কুণালকে বন্ড হিসাবে ৫ লক্ষ টাকা নিম্ন আদালতে জমা দিতে হবে। পাশাপাশি বিদেশ থেকে ফিরে আসার পর ফের তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা দিতে হবে বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

kunal ghosh...

এদিন আদালতে মামলার শুনানি চলাকালীন কুণালের আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এর আইনজীবী আদালতে দাবি করেন, সারদা দুর্নীতির অন্যতম ‘চক্রান্তকারী’ কুণাল। তাছাড়াও তদন্তে বিদেশি কয়েকটি ব্যাংকের সাথে সারদার টাকার লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। যেই তালিকায় সিঙ্গাপুরের ব্যাংকেরও নাম রয়েছে। পাশাপাশি কুণাল চাইলে তিঁনি ভার্চুয়ালিও সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তবে এদিন সিবিআইয়ের কোনো আপত্তিই শোনেনি উচ্চ আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর