বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য অতীতকালে সৃষ্টি করেছে বিতর্কের। বিভিন্ন সময়ে শুনানিতে তাঁর করা বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়েছে বঙ্গের রাজনীতি। এমনকি শাসক দলের একাধিক নেতা একহাত নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘ভাইপো’ মন্তব্যকে ঘিরে শোরগোল শুরু হয় বাংলা জুড়ে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পাল্টা বক্তব্য রাখেন। তীব্রভাবে আক্রমণ করেন বিচারপতিকে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কুণালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা করার আবেদন জানিয়েছিলেন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর বেঞ্চ জানাল এই নিয়ে জনস্বার্থ মামলা করা যাবে।
আরোও পড়ুন : এখন থেকে বন্দে ভারতে আর পাবেন না এই খাবারগুলো! হঠাৎ কেন পাল্টে গেল মেনু, জানুন কারণ
কুণালের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সোশ্যাল মাধ্যমেও। তবে সম্প্রতি কুণালের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে করা মন্তব্য অনেককেই হতবাক করে দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর কোভিডে মৃত এক ব্যক্তির ক্ষতিপূরণের মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কে এক ভাইপো আছে তার বাড়ি চারতলা। অথচ কোভিডে মৃত ব্যক্তি ক্ষতিপূরণ পান না। এত টাকা আসে কোথা থেকে?
অনেকেই বলছেন এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন বিচারপতিদের নিয়ে কুন্তব্য করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এক্স প্ল্যাটফর্মে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করে লেখেন, যা ইচ্ছা বলা যাবে বিচারপতির আসনে বসে? রাজনীতি করা যাবে? ইস্তফা দিয়ে রাজনীতি করুন গাঙ্গুলী। বিচারপতির উদ্দেশ্য করা এই মন্তব্যের প্রেক্ষিতে জনস্বার্থ মামলা করার অনুমতি দিল হাইকোর্ট। এখন কুণাল ঘোষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কিনা সেটাই দেখার।