সেন্সরের পর দলের প্রতি অভিমান করেছেন কুণাল ঘোষ? তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়া নিয়ে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বরাবরই চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করার জন্য এক পরিচিত মুখ। যেকোনো ইস্যুতে বক্তব্য রাখার জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথম যিনি মুখ খোলেন তিনি হলেন কুণাল। কিন্তু সম্প্রতি দলের হয়ে কোনও বক্তব্য রাখার জন্য কুণাল ঘোষকে সাংবাদিক সম্মেলনে দেখা যাচ্ছে না। কেন দলের হয়ে মুখ খুলছেন না কুণাল? জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, কিছু ঘটনার প্রেক্ষিতে দলের প্রতি “অভিমান” পোষণ করেছেন কুণাল ঘোষ। সেই থেকেই দলের সাথে দূরত্ব বজায় রেখে চলছেন তিনি। কিছুদিন আগেই আনঅফিসিয়ালি কুণাল ঘোষকে সেন্সর করা হয় দলের পক্ষ থেকে। তারপর থেকেই দলের সাথে দূরত্ব বেড়েছে কুণালের। সাম্প্রতিককালে তার ফেসবুক সংক্রান্ত কিছু বিষয় নিয়ে নারকেলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন কুণাল। সেই অভিযোগপত্রে তিনি নাকি কোন “পদের” উল্লেখ করেননি। এরপর থেকেই রাজনৈতিক মহলে উড়ছে দলের প্রতি কুণালের “অভিমান” করার বিষয়টি।

   

এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর কুণাল ঘোষ প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,”পার্থ চট্টোপাধ্যায় প্রথম থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছিলেন। আমি যখন গ্রেপ্তার হই আমাকে পাগল বলেছিলেন। আমি ইডির কাছে আবেদন করব যাতে আর পাঁচটা সাধারণ বন্দির মতই পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ব্যবহার করা হয়। বাড়তি কোনও সুবিধা যেন তিনি না পান।”

Kunal

রাজনৈতিক মহলে গুঞ্জন কুণালের এই মন্তব্যের পর দল রীতিমতো নড়েচড়ে বসে। দলের উচ্চ মহল থেকে কুণালকে সেন্সরও করা হয়। আর এরপর কুণালবাবু বোরোলিন হাতে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর