কেন দেবযানীর মা ওই চিঠি লিখলেন তার তদন্ত চাই! দাবি কুণাল ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি সারদা কাণ্ড (Sarada Case) ক্রমাগত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অতীতে সারদার কর্ণধার সুদীপ্ত সেন (Sudipto Sen) এই মামলায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যান্য বিরোধী নেতাদের জড়িত থাকার অভিযোগ সামনে আনেন। তবে এদিন দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মায়ের একটি চিঠিকে কেন্দ্র করে বিতর্ক আরো বহু গুণে বৃদ্ধি পায়।

সিবিআইকে লেখা চিঠির মাধ্যমে দেবযানীর মা অভিযোগ করেন যে, শুভেন্দু অধিকারী এবং সুজন ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলার জন্য তাঁর মেয়েকে বাধ্য করে চলেছে সিআইডি। এই অভিযোগ সামনে আসতে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এই প্রসঙ্গে কয়েক মুহূর্ত পূর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করে একটি টুইট করেন আর অবশেষে এবার শুভেন্দুর পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণালের দাবি, “সারদা মামলা থেকে শুভেন্দু অধিকারী কখনোই নিজেকে আড়াল করতে পারবে না।”

উল্লেখ্য, এদিন সিবিআইয়ের উদ্দেশ্যে দেবযানী মুখোপাধ্যায়ের মা একটি চিঠি প্রদান করেন, যেখানে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য দেবযানী মুখোপাধ্যায়ের ওপর সিআইডি চাপ দিয়ে চলেছে! সেই কথাটি এদিন তুলে ধরেছেন তার মা।

দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের অভিযোগ অনুযায়ী, গত ২৩ শে আগস্ট দেবযানীকে জিজ্ঞাসাবাদে স্বার্থে দমদম জেলে পৌঁছায় সিআইডি। সেই সময় তাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আনতে বলা হয়। এমনকি, দেবযানীকে রাজসাক্ষী হতেও নাকি বলা হয়েছিল বলে দাবি তার মা শর্বরী মুখোপাধ্যায়ের।

তিনি জানান, “শুভেন্দু এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে আমার মেয়েকে মিথ্যে বলতে বলা হয়েছিল। নাহলে ওকে একাধিক মামলায় ফাঁসিয়ে দেবে বলেছিল সিআইডি। তবে ও তাদের সেই দাবি মানেনি।”

দেবযানীর মায়ের এহেন অভিযোগের পরে শুভেন্দু অধিকারী একটি টুইট করে বলেন, “সিআইডি পিসি-ভাইপোর দারোয়ান।” এক্ষেত্রে অতীতেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনেন শুভেন্দু। এদিন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের চিঠির পর তাঁর সেই অভিযোগই যেন সত্যতা পেয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজেপিকে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে অপরদিকে দমতে নারাজ তৃণমূল কংগ্রেস।

kunal ghosh

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “সুদীপ্ত সেন এর আগে আমাকে বলেছিল যে, শুভেন্দু প্রচুর টাকা আত্মসাৎ করেছে। আমি সারদার মিডিয়ায় চাকরি করার সময় শুভেন্দু একাধিকবার সেখানে গিয়েছিল। এর পিছনে কারণ কি?” এরপরেই তিনি বলেন, “দেবযানীর মা কেন চিঠি লিখল, সেটার তদন্ত হওয়া দরকার। আমি সিআইডিকে অনুরোধ করছি, তারা যেন তদন্ত করে। তাছাড়া শুভেন্দু সারদা থেকে টাকা নিয়েছে। সেই অভিযোগ এ প্রথম নয়। এখন ও বাঁচার চেষ্টা করলেও দুর্নীতির অভিযোগ থেকে কখনোই নিজেকে আড়াল করতে পারবে না।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর