‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিন’! ‘বিকৃত বিপ্লবী’দের হুঁশিয়ারি কুণালের

বাংলা হান্ট ডেস্ক : সারা বাংলা জুড়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একাধিক জনকল্যাণ মূলক কর্মসূচি চালু রয়েছে। যার মধ্যে অন্যতম হলো ‘লক্ষীর ভান্ডার’ (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মহিলারা হাজার টাকা করে মাসিক অনুদান পেয়ে থাকেন। কিন্তু ইদানিং রাজ্যে ঘটে যাওয়া আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বারবার প্রশ্ন উঠছে যেখানে বাড়ির লক্ষ্মীর নিরাপত্তা নেই সেখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে কি হবে?

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা ফেরত চাইলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)

এই পরিস্থিতিতে সুর চড়াচ্ছেন বিরোধী দলগুলিও। রাস্তাঘাটে প্রতিবাদ করতে নেমে তৃণমূলকে কটাক্ষেরর সুরে বিঁধেছেন সকলেই। সকলের মুখে একটাই কথা ‘লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্প চালু করে কি লাভ? যেখানে রাজ্য সরকার মেয়েদের নিরাপত্তা নিয়ে দিনের পর দিন উদাসীন? আর এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিরোধিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)।

এবার তিনি সরাসরি দাবি করলেন যাদের লক্ষীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলি নিয়ে আপত্তি রয়েছে তারা যেন তা ফেরত দেওয়ার ফর্ম ফিলআপ করে দেন। কুনালের (Kunal Ghosh) কথায় ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে সেই ফেরত ফরম ফিলাপ করুন।  বিগত কয়েক বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী,রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ! প্রতিবাদ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন শ্রীলেখা

বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা এই প্রকল্পের মাধ্যমে দারুন উপকৃত হয়ে থাকেন। সে কথা নিজের মুখেই জানিয়েছেন অনেকেই। কিন্তু ইদানিং আরজিকরের তরুণী মৃত্যুর ঘটনা যেভাবে রাজ্যের নারী সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এমনকি সুযোগের সদ্ব্যবহার করে বিরোধীরাও এই নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। এ বিষয়ে তিনি আজ এক্স হ্যান্ডেলের কড়া হুশিয়ারি দিয়ে লিখেছেন, ‘যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন।’ সেইসাথে আরজিকর প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমরাও RGKor দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর