‘আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক…’ তিলোত্তমার বাবা-মাকে বেলাগাম আক্রমণ কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাসেই কোল খালি হয়ে গিয়েছে তাঁদের। আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সেই তিলোত্তমার বাবা-মাকে এবার তির্যক মন্তব্যে বিঁধলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সরাসরি নাম নিয়েই তিনি বললেন ‘তিলোত্তমার বাবা-মা চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন’। প্রশ্ন তুলেছেন তারা কোন কিছু গোপন করছে কিনা সেই বিষয়েও।

তিলোত্তমার বাবা-মাকে নিশানা কুণালের (Kunal Ghosh)

২০ জানুয়ারি কলকাতার শিয়ালদহ আদালত আরজি কর কান্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এই রায় সামনে আসতে আশাহত হন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার বাবা এপ্রসঙ্গে দিন চারেক আগেই প্রশ্ন করেছিলেন, ‘এত সক্রিয়তাই বা কেন? রায়ের কপি পড়ে উঠতে পারলাম না। ওঁরা মামলা করে দিলেন! একমাস তো সময় ছিল। গেম খেলার কথাও বলেন তিনি। তিলোত্তমার বাবার কথায়, ‘উনি তো বলেন, খেলা হবে। এটাও খেলা। মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখিয়েছেন। এটা তো একটা ভোট গেম।’

সেই মন্তব্যের রেশ ধরেই এবার কুণাল (Kunal Ghosh) বললেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি তিলোত্তমার বাবা-মা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন তাদের প্রতি সহমর্মিতা আছে। কিন্তু তাঁরা চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন তিলোত্তমার বাবা-মা।’

আরও পড়ুন: ‘৩ জনের নাম সামনে আসা বাকি’! সেই কারণেই রাজ্য তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি দিতে চায়! বিস্ফোরক আইনজীবী

এখানেই থেমে থাকেনি কুণাল ঘোষ (Kunal Ghosh)। তারপর তিনি বললেন, ‘আমাদের বিস্ময় লাগছে, মেয়ের মৃত্যুতে বাবা-মার বুক ভেঙে গিয়েছে। অথচ সেদিন থেকে স্নায়ু ঠিক রেখে সংবাদমাধ্যমে একেকদিন একেকরকম বিবৃতি দিচ্ছেন কি করে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি, সেখানে তাঁরা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কখনও বলছেন, সিবিআই চাই। আবার কখনও বলছেন, সিবিআই মানব না। বাড়িতে সব ঠিক ছিল কি না, তাঁরা কিছু গোপন করছেন কি না,এবার সেসব তদন্তে আসা উচিত।’

Kunal Ghosh slams junior doctors after RG Kar case Sandip Ghosh Abhijit Mondal got bail

 

একইসাথে এদিন তিলোত্তমার বাবা-মাকে কুণাল অনুরোধ করছেন, ‘আপনাদের মন্ত্রণাদাতাদের নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়া পর্যন্ত আপনাদের শিখণ্ডী করে ব্যবহার করা হচ্ছে। তাই হাতজোড় করে বলছি, এই ফাঁদে পা দেবেন না। দয়া করে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলবেন না।’ এরপরেই বিস্ফোরক মন্তব্য করে কুণাল বলেন, ‘আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক-খুনির সাজা হয়নি। আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে একেকবার একেকরকম কথা বলছেন। এটা তদন্তে আসতে হবে। একেকরকম কথা বলে নিজেদের গুরুত্ব কোথায় নিয়ে যাচ্ছেন দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর