বাংলা হান্ট ডেস্কঃ মহাকুম্ভে পুণ্য স্নানে যাচ্ছন কাতারে কাতারে মানুষ। কিছুদিন আগেই প্রয়াগে পুণ্য স্নানে সামিল হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়েছিলেন পুণ্যার্থীরা। পদপিষ্ঠ হয়ে প্রাণ গিয়েছে অনেকের। সেই ঘটনার রেশ কাটেনি এখনও। আর এবার সেই একই ছবি ফিরে এল নয়া দিল্লি রেলস্টেশনে। এবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিল্লির এই ঘটনার নিন্দায় মুখর হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কটাক্ষ কুণালের (Kunal Ghosh)
মহাকুম্ভের পুণ্য স্নানে যাওয়ার পথে ট্রেনে ওঠার জন্য নয়া দিল্লি স্টেশনে উপচে পড়েছিল মানুষের ঢল। ভিড় সামলাতে না পারায় মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। শনিবার নয়া দিল্লিতে তিন শিশুসহ,১১ জন মহিলা মিলিয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ২০ জনের বেশি।
মর্মান্তিক এই বিপর্যয়ের পর তার কারণ জানতে ইতিমধ্যেই দুই সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও এই সুযোগে আক্রমণ শানাতে ব্যস্ত বিরোধীরা। এরই মধ্যে এই ঘটনার সমালোচনা করে রেলমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
আরও পড়ুন: ফের মন জিতলেন অভিষেক! এবার যা করলেন… ধন্য ধন্য করছে সকলে
নয়া দিল্লির পদপিষ্টের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল (Kunal Ghosh) বলেছেন, ‘নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে, যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, এবং প্রতিবাদযোগ্য। কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, এরা চাইছেটা কী? রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই। একের পর এক রেল দুর্ঘটনা।’
চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে এরপর কুণাল বলেছেন, ‘সংরক্ষিত কামরায় বহিরাগতরা ঢুকে অরাজকতা করছে। আবার এই ধরণের চূড়ান্ত অব্যবস্থা।’ একইসাথে রেলমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘…এই রেলমন্ত্রী শুধু Publicity Hunger Rail Minister ! আর কোথায় গিয়ে দুর্ঘটনা, পাশে বসে থেকে ছবি তুলবেন, আর কতরকম দুর্ঘটনা, কতগুলি প্রাণ গেলে মনে হবে, ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তাঁর নেই..?’
পদপিষ্ঠের ঘটনার পর দিল্লি স্টেশনের কোথাও পড়ে থাকতে দেখা গেল একপাটি করে ছেঁড়া জুতো। যার মধ্যে কোনওটা পুরুষের তো, কোনওটা মহিলার। কোথাও পড়ে আছে জলের বোতল, খাবারের প্লেট। নয়াদিল্লি স্টেশনের এই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তরতাজা ১৮ টি প্রাণ।