বাংলা হান্ট ডেস্কঃ স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে ফের কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। আর জি কর দিয়ে শুরু, সেই সময়ও তৃণমূল নেতা কুণাল ঘোষ বারংবার জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবারেও তার অন্যথা হল না। এদিন একাধিক ইস্যুতে জুনিয়র ডাক্তারদের বিঁধলেন তৃণমূল নেতা।
জুনিয়র ডাক্তারদের তোপ কুণালের-Kunal Ghosh
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় কুণাল বলেন, “মেদিনীপুরে দুর্ভাগ্যজনকভাবে প্রসূতির মৃত্যু তাতে রাজ্য সরকার দুটি রিপোর্ট মিলিত উপসংহারে পৌঁছেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে ব্যবস্থা নিয়েছে এই আর জি করের তথাকথিত যারা আন্দোলনকারী তাদের তরফে দেখলাম অনেক কুৎসিতভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে। এরা কি চায়।” প্রশ্ন তৃণমূল নেতার।
জুনিয়র ডাক্তারদের একাংশকে তোপ দেগে কুণাল বলেন, ‘এরা তো তখন থেকেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করে কর্মবিরতি করে প্রাইভেট সেখানে রোগী পাঠানোর কল করছিল এদের একাংশ। কাকে সাপোর্ট করছে? বলছে মিটিং ডাকবো। মিটিং ডেকে এদের পাশে দাঁড়ানোর কর্মসূচি নেব। যে সিনিয়র ডাক্তার মেদিনীপুর হাসপাতালে প্রসূতিকে সিজার করার দায়িত্বে ছিলেন উনি সেখানে না থেকে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে তিনি প্রাইভেট প্রাকটিস করলেন আর এখানে তিনি কাঁচা হাতে ফেলে ছাত্রদের হাতে ফেলে রোগী মৃত্যু ডেকে আনা হল তাকে প্রটেকশন দিতে নেমেছে এই জুনিয়র ডাক্তাররা।’
কুণালবাবু আরও বলেন, ‘আর জি করের সময় বিশৃঙ্খলা, মিথ্যাচারে নেমেছিল। ফলে এখন যেহেতু ডাক্তারদের মধ্যে একাংশ খুব ভালো, কিন্তু একাংশ ডাক্তার ঘুঘুর বাসা বানিয়েছেন সরকারি জায়গাকে দুর্বল করে অন্য জায়গায় প্রাকটিস করতে যাওয়া যেই ঘুঘুর বাসায় হাত পড়েছে দেখুন অমনি লম্ফঝম্ফ শুরু করেছেন কারণ এরাই তো সংগঠিত ভাবে সরকারি হাসপাতালকে দুর্বল করে রোগীদের বেসরকারিতে পাঠাচ্ছিল তো সেগুলো ঘুঘুর বাসা ভাঙা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই জুনিয়র ডাক্তারদের এত লম্ফঝম্ফ। নচিকেতার ও ডাক্তার গানটা এদের জন্যই লেখা।’
প্রসঙ্গত, গত বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন রিঙ্গার ল্যাকটেট দেওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন চার প্রসূতি। বৃহস্পতিবারই মৃত্যু হয় তাদের মধ্যে একজনের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় ফের প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। যদিও আরজি কর আন্দোলনের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা চিকিৎসকদের গাফিলতির অভিযোগ মানতে আপাতত নারাজ। নিরপেক্ষ তদন্ত চাইছেন তারা।
আরও পড়ুন: TMC কাউন্সিলর অনন্যার ‘বেআইনি’ বাড়ির খোঁজ দিলেন সজল! বিস্ফোরক অভিযোগ BJP নেতার
নিষিদ্ধ ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে, ফের স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে সরব হয়েছেন তারা। এই ইস্যুতেই জুনিয়র ডাক্তারদের আক্রমণ কুণালের (Kunal Ghosh)। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ মেনে বৃহস্পতিবার স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা।