‘লোডশেডিংয়ে জেতা বিধায়ক’ নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে বেনজির কটাক্ষ কুণাল ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ 2021 সালের 2 রা মে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস দল। দুশোর বেশি বিধানসভা কেন্দ্রে তৃণমূল দল জয়লাভ করলেও তাদের পথের কাঁটা হিসেবে থেকে যায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়। বর্তমানে বিজেপি দলের বিরোধী দলনেতা তথা একদা তৃণমূল কংগ্রেস দলের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর কাছে দুই হাজারের সামান্য কম কিছু ভোটে পরাস্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের তৃতীয় বার ক্ষমতায় আসার বর্ষপূর্তি হিসেবে নন্দীগ্রামে উপস্থিত হয়ে এই প্রসঙ্গটিকে টেনে এনে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ।

কুণালবাবু শুভেন্দু অধিকারীকে এদিন ‘লোডশেডিংয়ে জেতা বিধায়ক’ বলে কটাক্ষ করেন। প্রসঙ্গত, গত বছর বিধানসভা ভোটে গোটা বাংলায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা সত্বেও নন্দীগ্রামের হেভিওয়েট লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোটের দিকে প্রথম থেকেই নজর ছিল গোটা বাংলার। ভোটের দিন বিকেল হতে আচমকাই খবর আসে যে, নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর পরেই হঠাৎ নন্দীগ্রামের গননা কেন্দ্রে লোডশেডিং হয়ে যায় আর এরপরেই সবাইকে চমকে দিয়ে নির্বাচন কমিশন জানায় যে, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতাকে 1956 ভোটে পর্যুদস্ত করেছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই ফলকে কোন মতেই মেনে নিতে পারেনি তৃণমূল। এরপরে তারা গণনা কেন্দ্রে কারচুপি প্রসঙ্গকে সামনে এনে আদালতে একটি মামলাও করে। বর্তমানে যদিও সেই মামলাটি চলছে। তবে তার মাঝে এদিন নন্দীগ্রামে হাজির হয়ে কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ‘লোডশেডিংয়ে জেতা বিধায়ক’ বলেন। অর্থাৎ তিনি এটি স্পষ্ট করে দেন যে, সেইদিন লোডশেডিংয়ের নামে গণনা কেন্দ্রে কারচুপি না হলে শুভেন্দু অধিকারী কোন মতেই জয়লাভ করতে পারতেন না। আর সেই ভয়েই আদালতে মামলাটির শুনানিতে শুভেন্দু বাবু হাজির থাকছেন না বলে স্পষ্ট জানান তৃণমূল দলের মুখপাত্র।


Sayan Das

সম্পর্কিত খবর