‘দায় আপনারও’! আসানসোল দুর্ঘটনায় কুণালের নিশানায় হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা

বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দুর তারিখ হুঁশিয়ারির দ্বিতীয় দিনটি ছিল ১৪ ডিসেম্বর। তবে সেই দিনটি যেন বুমেরাং হয়ে ভারী পড়ল খোদ শুভেন্দুর ওপরই। গতকাল আসানসোলে (Asansol) শুভেন্দু অধিকারীর ( Shuvendu Adhikari) কম্বল বিতরণী কর্মসূচিতে পদপৃষ্ট হয়ে প্রাণনাশের ঘটনায় এখন রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু তরফে ঘটনার দায়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর। অন্যদিকে তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা। এরই মধ্যে এবার আসানসোলের দুর্ঘটনার জন্য কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারকে (Justice Rajasekhar Mantha) দায়ী করলেন তৃণমূল নেতা তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

ঠিক কী বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক? কুণাল ঘোষ বলেন, “পুলিশ ওইটুকু জায়গায় অনুমতি দেয়নি। বড় জায়গায় করতে বলেছিল। কেউ যোগাযোগ করেনি। মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তৃণমূলের নেতারা মানুষকে উদ্ধার করতে গিয়েছিলেন।” এরপর সাংবাদিক বৈঠকের মাঝেই শুভেন্দু অধিকারীর বক্তব্যের একটি ভিডিও দেখিয়ে বিচারপতি রাজাশেখর মান্থাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “শুভেন্দু পুলিশকে হুমকি দিচ্ছে। আর আপনি বিচারপতি মান্থা নিরাপত্তা দিচ্ছেন। কালকের ঘটনার দায়িত্ব আপনাকেও নিতে হবে। ওর অবচেতনে বিচারপতি মান্থার রক্ষাকবচ কাজ করছে। আচমকা যদি কোনও ঘটনা ঘটে। তার জন্য আদালতের অপেক্ষায় থাকতে হবে? সুপ্রিম কোর্টে সিরিজ অফ অর্ডার আছে, আদালত কোনও তদন্তের উপর হস্তক্ষেপ করবে না। শুধু মনিটর করতে পারে। মান্থার সুরক্ষাবলয় পক্ষপাতদুষ্ট। ন্যায় বিচারের পরিপন্থী।”

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবি তুলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন ,“শুভেন্দু আর তার সাঙ্গপাঙ্গরা মানুষকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছে। কম্বল দেখিয়ে লোক এনেছিল। উদ্ধার কাজে গেল না কেন? একটাও অ্যাম্বুল্যান্স ছিল না কেন? দায়িত্বজ্ঞানহীন। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা উচিত।”

kunal ghosh...

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর আসানসোল কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। মৃতদের মধ্যে দুজন মহিলা ও এক কিশোরী রয়েছে বলে জানা গিয়েছে। মৃত ঝালি বাউড়ি (৫১) কাল্লা, চাঁদমণি দেবী (৫০) ও প্রীতি সিং (১৩) আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা।এছাড়াও দুর্ঘটনায় আহত হয়ে বহুজন ভর্তি রয়েছে হাসপাতালে। যদিও এই ঘটনা যখন ঘটে সেই সময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন না বিরোধী দলনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর