বাংলা শান্তির রাজ্য, ওদের উচিৎ BJP শাসিত রাজ্যের দিকে নজর দেওয়া! মোমিনপুর নিয়ে কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ মোমিনপুরের (Mominpur) হিংসার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূল (Trinamool Congress) বনাম বিজেপি (BJP) দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। একদিকে যখন প্রতিবাদে নেমেছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) পাশাপাশি অন্যান্য বিজেপি নেতা কর্মীরা, আবার অপরদিকে ঘাসফুল শিবিরের দাবি, “এই ঘটনায় রাজনীতি করছে বিজেপি।” আর এবার পদ্মফুল শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। একইসঙ্গে বিজেপিকে নিজ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, গতকাল মোমিনপুরে দোকান এবং বাইক ভাঙচুরের একাধিক ছবি সামনে আসে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে এই ঘটনায় একের পর এক ভিডিও শেয়ার করে প্রতিবাদ দেখাতে থাকে বিজেপি নেতা কর্মীরা। সেই প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ বলেন, “নিজেদের রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিক বিজেপি। বাংলা শান্তিপূর্ণ রাজ্য। উত্তেজনা ছড়ানোর চেষ্টা যদি কেউ করে থাকে, তাহলে তাকে আটক বা গ্রেফতার করার অধিকার রয়েছে পুলিশের। ইতিমধ্যে এলাকায় শান্তি ফিরিয়ে আনা গিয়েছে। ওদের (বিজেপি নেতাদের) আটকে দিয়েছে পুলিশ।”

পাশাপাশি তৃণমূল নেতার গলায় উঠে এসেছে উত্তরপ্রদেশে হাথরস ধর্ষণের প্রসঙ্গ। তিনি বলেন, “হাথরস ধর্ষণের ঘটনায় যখন আমাদের দলের সাংসদরা এলাকায় পৌঁছে গিয়েছিল, তখন উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে আমাদের আটকে দেওয়া হয়। ওদের উচিত নিজেদের রাজ্যে আইন শৃঙ্খলার দিকে নজর দেওয়া।”

মোমিনপুর ঘটনায় বিজেপির প্রতিবাদ
গতকালের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে লেখেন, “মোমিনপুরের ময়লা ডিপোর কাছে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের সময় হিন্দুদের দোকান ও বাইক ভাঙচুর করা হয়েছে। বরাবরের মতো এবারও মুখ্যমন্ত্রীর প্রশাসন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। যার জেরে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।”

একইসঙ্গে, এদিন মোমিনপুরে রওনা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় সুকান্ত মজুমদারকে চিংড়িহাটার নিকট আটকে দেয় পুলিশ। এখানেই থেমে থাকেনি বিতর্ক। পরবর্তীতে, সুকান্ত মজুমদারের সুরে সুর মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে যান রাজভবনে। একই সঙ্গে রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলেন তিনি। শুভেন্দু জানান, “মোমিনপুরের ঘটনায় ৫০০০ হিন্দু ঘর ছাড়া। হাসপাতালে ভর্তি আইপিএস অফিসাররা। দ্রুত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি।”

Sukanta majumdar

একই সঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “বর্তমানে বাংলায় যেভাবে দুর্নীতির ঘটনার সামনে এসে চলেছে, তা থেকে নজর ঘোরানোর জন্যই এই কর্মকাণ্ড পরিকল্পিতভাবে ঘটিয়েছে তৃণমূল। শুভেন্দু, সুকান্ত এবং সৌমিত্রবাবুর ন্যায় এ ঘটনায় ইতিমধ্যেই একের পর এক প্রতিবাদ মিছিল করে চলেছে বিজেপি নেতা কর্মীরা।

Sayan Das

সম্পর্কিত খবর