‘মুকুল মায়াবী শিল্পী, মূল্যায়ন করার আমি কেউ নই”, রায়সাহেব অন্তর্ধান নিয়ে কুণাল ঘোষ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গতকাল রাত থেকে মুকুল রায়ের (Mukul Roy) অন্তর্ধান রহস্য এখনো আলোচনার বিষয়বস্তু। সোমবার সন্ধ্যা থেকে যে রহস্যের সূচনা হয়েছিল তা এখনো চলছে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় মঙ্গলবার করা সাংবাদিক বৈঠকে বাবার অন্তর্ধান রহস্য নিয়ে জল্পনা আরও বাড়িয়েছেন। আজ সকালে সাংবাদিক বৈঠকে শুভ্রাংশু তার বক্তব্যের মধ্যে “রাজনীতি”, ” টাকার খেলা” ইত্যাদি শব্দ বারবার ব্যবহার করেছেন।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এমন অবস্থায় অবশ্য বেশি কিছু বলতে চাননি মুকুল রায়ের অন্তর্ধান রহস্য নিয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল শুধু বলেছেন, “এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার। কে জড়িত আছে, শুভ্রাংশু যা বলছে, তার উপর তদন্ত দরকার। যে এমনিতেই নিখোঁজ ছিলেন, আবার নতুন করে নিখোঁজ সেটা নিয়ে কিছু বলার নেই।”

অপরদিকে, আজ শুভ্রাংশু অভিযোগ করেছেন, মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে বদনাম করার চেষ্টা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে। যদিও এই বিষয়ে আপত্তি জানিয়েছেন কুণাল। এদিকে মুকুল রায়কে নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষও (Dilip Ghosh)। খড়গপুরে চায়ের আড্ডায় তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ”উনি তো অনেকদিন ধরেই নিখোঁজ। নতুন কী? কেউ আর ওঁকে নিয়ে ভাবে না।”

কুণালের কথায়, “শুভ্রাংশু যা বলেছেন তাতে জড়িয়ে দেওয়া ঠিক নয় অভিষেককে। সব বিষয় অভিষেককে ঢাল করা ঠিক নয়। সিবিআই অভিষেকের সাথে যা করছে সেটা অন্যায়, এটাও তো উনি আগে বলতে পারতেন। উনি তো বলেননি। মুকুল বাবু তো অভিষেকের কথা বলেননি। তাহলে ওর ছেলে বলছে কেন?”

mukul roy

মুকুল রায়ের অন্তর্ধানের পরই বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন শুভ্রাংশু। অভিযোগের ভিত্তিতে পুলিশ থানায় ডেকে এনে জেরা করে স্থানীয় এক বিজেপি (BJP) নেতা পীযূষ কানোড়িয়াকে। তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। এই বিষয়ে কুণাল বলেছেন, “পুলিশ তদন্ত করবেই। না করলে বলবে যে তদন্ত করতে দেওয়া হচ্ছে না। মুকুল রায় বিভিন্ন স্তরের মায়াবী শিল্পী।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X