‘সুদীপ একদম সুস্থ..’ খোদ সাংসদের স্ত্রী জানানোর পরেও মানতে নারাজ কুণাল!

বাংলা হান্ট ডেস্কঃ সামাজিক হোক কিংবা রাজনৈতিক যে কোনো বিষয়ে বিতর্কিত মন্তব্য করতে সিদ্ধহস্ত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। যার জেরে হামেশাই বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। রবিবার সকালে সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা,তথা উত্তর কলকাতার সভাপতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করতে গিয়ে নিজেই বিপাকে পড়লেন কুণাল।

‘সুদীপ একদম সুস্থ…’,মানতে নারাজ কুণাল (Kunal Ghosh)

এক্স হ্যান্ডলে গতকাল একটি পোস্ট করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেই পোস্ট ঘিরেই শুরু হয় ব্যাপক চাপানউতর। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। সুদীপদা পুরো সুস্থ হয়ে যান। তাঁর অসুস্থতার সময় আমরা সবাই পাশে আছি।’

কুণাল ঘোষ (Kunal Ghosh) এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই, দলের মুখপাত্র ঋজু দত্ত তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন।

আক্রমণাত্মক ভঙ্গিতে এরপর আরও একটি পোস্ট করেন কুণাল। সেখানে তিনি লেখেন, ‘সকালে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম, ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দু’চারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ, বাড়িতে, খোশ মেজাজে। আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না। উনি সুস্থ থাকুন। সসম্মানে স্বপদে পার্টির কাজ করুন। এর জন্য জোর করে সুস্থ সাজিয়ে রাস্তায় ঘুরিয়ে ছাগলগুলো যেন ওঁর ‘উপকার’ না করে। এইসব কিছু গরু, ছাগল, কুকুর, বেড়ালের জন্যই যে কোনও সংগঠনে সমস্যা হয়। এরা ফেসবুকে বিপ্লবী। আর নিজস্বার্থে তেলবাজিতে।’

আরও পড়ুন: রাত পেরোলেই সুপ্রিম কোর্টে RG Kar মামলার শুনানি! হাজির থাকবেন নির্যাতিতার পরিবার

জবাব দিতে পাল্টা ঋজু দত্ত নিজের এক্স  হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘যারা ভোটের সময় দলের সাথে বেইমানি, গদ্দারি করে…তাদের মত মানুষ হওয়ার থেকে দলের অনুগত কুকুর হওয়া অনেক ভাল।’ অন্যদিকে উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের সোশাল মিডিয়া সেলের আহ্বায়ক প্রভাত তিওয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, উত্তর কলকাতার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন। এমনকি এই এবিষয়ে জানতে চাওয়া হলে, খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ আছেন।

 

TMC leader Kunal Ghosh shared an old picture with Mamata Banerjee

চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না এপ্রসঙ্গে জানিয়েছেন,’না, না। হি ইজ ওকে। হি ইজ ফাইন। ভাল আছেন।’ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘এখন শারীরিক সমস্যা কিছু নেই। কিছুই নেই। কাল আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছেন। সকাল থেকে আমরা সেই সব নিয়ে পড়ে আছি। কাজ করছি। কুণালদার কাছে নিশ্চয় কোনও মিস ইনফরমেশন ছিল। তাই কুণালদা হয়তো লিখে ফেলেছেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর