বিস্ফোরক স্ক্রিন শট ‘ফাঁস’, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরার আর্জি কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ টাকার বিনিময়ে চাকরি বিক্রি! বহু বছর ধরে এই নিয়েই তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে ২০২২ সালে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দি তৃণমূল নেতা, বিধায়ক থেকে শুরু করে বহুজনা। সকলের বিরুদ্ধেই টাকার বিনিময়ে চাকরি বিক্রির সঙ্গে কোনও না কোনোভাবে জড়িত থাকার অভিযোগ। সেই নিয়ে আদালতে চলছে মামলা। তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। এরই মাঝে এবার একটি গ্রুপের পোস্ট সামনে এনে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানালেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন নিজের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটারে) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু কথোপকথনের স্ক্রিন শট পোস্ট কর কুণালবাবু লিখেছেন, “অভিযোগ রয়েছে শিক্ষা সংক্রান্ত চাকরি মামলা দেখিয়ে কিছু ব্যক্তি বিপুল টাকা তুলছেন। একটি গ্রুপের পোস্টে তার ইঙ্গিত স্পষ্ট। আগেও এসব কানে এসেছে। তবে কথাগুলি সত্য কিনা তা জানতে তদন্ত হোক। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন।”

কুণালের পোস্ট করা সেসব স্ক্রিনসটে দেখা যাচ্ছে একটি ‘২০১৪ বঞ্চিত টেট পাশ (হাওড়া)’ এই নামের একটি হোয়াটস্যাপ গ্রূপের কথোপকথন রয়েছে। যেখানে একজন লিখছেন, ‘একজন ল ইয়ার আমার পরিচিতর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে কেসের জন্য।’ তার সমর্থনে আর একজন লিখেছেন, ‘ফিরদৌসের কাছে গিয়েছিলাম। বলছে ২৫ কে (হাজার) দাও হয়ে যাবে! আমি কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম!’

আরেকজন লিখেছেন- ‘ফিরদৌস আমার থেকে ৪০ হাজার নিয়েছিল। মনে হচ্ছে পুরোটাই জলে গেল।’ আবার কেউ লিখেছেন, ‘সব কেস করেছি। কেস করতে গিয়ে ১ লক্ষ জলে গেল!” বহু চাকরিপ্রার্থীদের হয়ে মামলা লড়েন নামী আইনজীবী ফিরদৌস। এখানে কী কুণাল তার দিকেই ইঙ্গিত করছেন? উঠছে প্রশ্ন।

https://x.com/KunalGhoshAgain/status/1803717559189180549

kunal song

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাঝেই প্রাইমারি TET নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ, কী জানাচ্ছে কমিশন?

কুণাল বলেন, “চাকরিপ্রার্থীদের একাধিক গ্রুপে এরকম বহু পোস্ট ঘুরে বেড়াচ্ছে। যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে- নিয়োগ দুর্নীতি মামলাকে দেখিয়ে চাকরি তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এটাও এক ধরনের দুর্নীতি। তাই আমি চাই, এই দুর্নীতির তদন্ত হোক। তদন্তকারীরা সত্যিটা খুঁজে বের করুক।” নিয়োগ দুর্নীতির মাঝেই কুণালের এই পোস্ট নিয়ে তোলপাড় রাজ্য।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর