‘অতৃপ্ত আত্মা’! কার বিরুদ্ধে ফুঁসে উঠলেন কুণাল ঘোষ?

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে বিরোধীদের এবার একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল নেতার দাবি মিথ্যা খবর, রটিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) লন্ডন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই ‘অপচেষ্টা’ ব্যর্থ হওয়ায় এবার বিদেশের মাটিতে বাংলাকে বদনাম করার ষড়যন্ত্র করছে কিছু ‘অতৃপ্ত আত্মা’। সোশাল মিডিয়ায় এদিন এমনই  বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল। তাঁর অভিযোগ, মমতার লন্ডন সফরে বাম-অতিবাম এবং বিজেপি সমর্থিত মুষ্টিমেয় কিছু মানুষ বিক্ষোভের নামে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করতে পারে।

মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে বিরাট দাবি কুণালের (Kunal Ghosh)

কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, ইমেলের মাধ্যমে নাকি সেই বিশৃঙ্খলার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। এমনকি তাঁর কাছে সেই প্রমাণও রয়েছে বলে দাবি তৃণমূল নেতার। নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের শুরুতে কুণাল লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর লন্ডনসফর, বিশেষত অক্সফোর্ডের আমন্ত্রণে সেখানে ভাষণ দিতে যাওয়া যারা সহ্য করতে পারছে না, কুৎসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে; তাদের একাংশ এখন তাঁর লন্ডন সফর চলাকালীন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলা সম্পর্কে মিথ্যা প্রচারের ষড়যন্ত্র করছে।’

কোনো রাখঢাক না রেখে সরাসরি নাম নিয়ে কুণালের (Kunal Ghosh) অভিযোগ, ‘বাম, অতি বাম ও বিজেপির কিছু সমর্থক হাত মিলিয়ে ষড়যন্ত্রে সামিল। তাদের কিছু নিজস্ব প্রস্তুতির ইমেল হাতে এসেছে। গুটিকতক বিকৃত মস্তিষ্ক ও ভাড়াটে লোক জুটিয়ে এরা বিদেশে বাংলাকে বদনাম করতে চায়।’ একইসাথে তাঁর সংযোজন, ‘বিদেশে গিয়ে থাকা পুরনো বাম, অতিবাম, তৎকাল বিজেপির কিছু লোক এতে যুক্ত। এরা অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে মুখ্যমন্ত্রীর সফরের সময় অশান্তি করতে চাইছে। দশ পনেরোটা লোক নিয়ে ছবি তুলে অপপ্রচার। এরা বাংলা সম্পর্কে মিথ্যার ডালি সাজিয়ে বিভিন্ন গ্রুপে প্ররোচনা দিচ্ছে।’

কুণালের (Kunal Ghosh) হুঁশিয়ারি, ‘যদি বাংলার মেয়ের বিশ্বের দরবারে উন্নয়নের মডেল তুলে ধরার সফরে কোনোরকম অসভ্যতার চেষ্টা হয়, বাংলায় তার জবাব মিলবে, ভোটে মানুষ বিরোধীদের আরও মুছে দেবেন। মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনও সফরে যাচ্ছেন না, যেতে চান না। বহু আমন্ত্রণ থাকে। বিদেশি বিশিষ্ট প্রতিনিধিরা বাংলায় আসেন, আমন্ত্রণ করেন যেতে। দুএকটি ক্ষেত্রে সাড়া দিতেই হয়। এই আমন্ত্রণ গর্বের। সেসময় যদি বিকৃত রাজনৈতিক লক্ষ্য নিয়ে রামবাম কিছু সমর্থক লোক ভাড়া করে, মিথ্যা রটনায় বিশৃঙ্খলা করেন, তা চরম অসৌজন্যের।’

আরও পড়ুন: মিলেছে জামিন! ফের হাই কোর্টের দ্বারস্থ ‘কালীঘাটের কাকু’, কী বলতে চাইছেন?

বাংলাকে বদনাম করার চক্রান্তের অভিযোগ তুলে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছেন, ‘প্রবাসী বাঙালিরা বাংলার উন্নয়ন জানেন, তাঁরা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিকভাবে পরাজিত অতৃপ্ত আত্মাদের কিছু লোক, কলকাতা ও দিল্লির একাংশের মদতে মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড ভাষণের সময় অপপ্রচারমূলক ষড়যন্ত্র শুরু করেছে। বাংলার মেয়ের এই আমন্ত্রণ এবং বাংলার উন্নয়ন মডেল নিয়ে বিশ্বের দরবারে ভাষণ তারা সহ্য করতে পারছে না। ঈর্ষা থেকে ষড়যন্ত্রের পথে যাচ্ছে এরা। এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবসফর তারা থামাতে পারবে না। বিদেশের বুকে পরিকল্পিতভাবে যারা বাংলাকে অসম্মান করার চেষ্টা করছে, তারা বাংলার শত্রু। বাংলার মেয়ের সফরকে ঘিরে কোনো বিশৃঙ্খলা ও নেতিবাচক খবর তৈরির চক্রান্তমূলক অপচেষ্টা বরদাস্ত করা হবে না। যারা এসব করবে তারা বাংলা তথা দেশের শত্রু। সস্তা প্রচারের জন্য এরা এই নোংরামির চেষ্টা করছে।’

TMC leader Kunal Ghosh shared an old picture with Mamata Banerjee

এখানেই শেষ নয়, তৃণমূল নেতার আরও দাবি, ‘কলকাতা ও দিল্লির একাংশ থেকে প্রশ্রয় যাচ্ছে। বাংলাকে বদনামের এই চক্রান্ত হলে গণতান্ত্রিক ভাষাতেই জবাব হবে। যারা আরজিকর নিয়ে পরের পর কুৎসা করেছে, যারা যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করে, তাদের ঘরানার বিকৃত মানসিকতার কিছু লোক এখন লন্ডনে মুখ্যমন্ত্রীর সফরে কিছু করে ছবি তুলে নাটকের পরিকল্পনা করছে। ইমেল, কিছু গ্রুপের মাধ্যমে মিথ্যা বলে প্ররোচনা ছড়ানো হচ্ছে। এসব অপচেষ্টা বন্ধ হোক। আর যদি হয়, তাহলে বাংলার মানুষ গণতান্ত্রিক পথেই জবাব দেবেন। বাংলার মুখ্যমন্ত্রীর সফরে আপত্তিজনক কাজ করে বিদেশে বাংলাকে অপমান সহ্য করবেন না বাংলার মানুষ।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর