‘শীর্ষ নেতৃত্ব আমাকে…’, টিকিট দেয়নি তৃণমূল, ২৪ ঘন্টার মধ্যেই মুখ খুললেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার হয়তো টিকিট পেতে পারেন দলের ‘পুরনো সৈনিক’ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে গতকাল সেই জল্পনা ভেস্তে যায়। এবারও তাঁকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির (TMC)।

এরপর থেকেই সমাজমাধ্যমে কুণালকে নিয়ে নানান ‘মিম’ ঘোরাফেরা করতে শুরু করে। সোমবার এই নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। জল্পনা না ছড়ানোর অনুরোধ করে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল (Trinamool Congress) নেতা। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) টিকিট না দিলেও তিনি যে তৃণমূলের হাত ছাড়বেন না তা জানিয়ে দেন এই দুঁদে রাজনীতিবিদ।

সমাজমাধ্যমে কুণাল লিখেছেন, ‘দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব। শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে রেখেছেন, আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে পালন করব’।

আরও পড়ুনঃ পঞ্চায়েতের লোকসভা ভোটেও স্বতন্ত্র লড়াই! জঙ্গলমহলে ৪ আসনে প্রার্থী দেবে কুড়মি সমাজ

এখানেই না থেমে কুণাল লেখেন, ‘যাঁরা অন্যরকম চর্চা করছেন, তাঁরা ভুল করছেন। বাস্তব না বুঝে এরা পণ্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ। ২ আর ২ মিলে ৪ ধরবেন না, আমি ২২ করার খেলায় বিশ্বাসী। সেই চেষ্টাই করি’। লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূল বেশ কিছু নেতার গলায় যেখানে ‘অভিমানে’র সুর শোনা যাচ্ছে, সেখানে দলের হাত না ছাড়ার বার্তা দিলেন কুণাল ঘোষ।

kunal ghosh tmc

প্রসঙ্গত, দিন কয়েক আগে নাম না করেই দলের এক নেতাকে নিশানা করেছিলেন কুণাল। দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদ থেকেও ইস্তফা দেন তিনি। এরপরেই বিতর্কের কালো মেঘ ঘনাতে শুরু করে। তবে রাতারাতি আবার পাল্টে যায় সেই দৃশ্য! নাম না করেই কুণাল ঘোষ যে সাংসদকে আক্রমণ করেছিলেন বলে অনুমান তাঁর বাড়িতে গিয়েই চা-মিষ্টিমুখ করেন। লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর এবার সমাজমাধ্যমেও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এই নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর