বাংলাহান্ট ডেস্ক: এক মাস হতে চলল মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’ (Projapoti)। ব্যবসার নিরিখে যাবতীয় বিতর্ককে দশ গোল দিয়েছে। সিনেমা দেখে দর্শক তৃপ্ত আর ব্যবসার অঙ্ক দেখে খুশ পরিচালক প্রযোজকরা। কিন্তু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কুণাল ঘোষ (Kunal Ghosh) দ্বৈরথ থামার নাম নেই। তৃণমূল মুখপাত্রকে ‘এলি তেলি গঙ্গারাম’ বলে কটাক্ষ শানিয়েছিলেন বিজেপির মহাতারকা। এবার তার উত্তরে মিঠুনকে বেনজির আক্রমণ করলেন কুণাল।
প্রজাপতি নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক বিতর্ক অব্যাহত। ছবিটি নন্দনে জায়গা না পাওয়ায় বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, মিঠুন চক্রবর্তী আছেন বলেই সরকারি প্রেক্ষাগৃহে শো পায়নি প্রজাপতি। পালটা তৃণমূলের তরফে কুণাল ঘোষ ব্যঙ্গ করেছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত মিঠুন নাকি ‘ফ্লপ অভিনেতা’। দেব তাঁকে সিনেমায় নিয়ে পস্তাচ্ছেন। পালটা অভিনয় জগতে সিনিয়র ‘মিঠুনদা’র পাশে দাঁড়িয়ে কুণালেরই বিরোধিতা করেছিলেন অভিনেতা সাংসদ।
তবে যাবতীয় বিতর্কের অবসান ঘটায় প্রজাপতির বক্স অফিস কালেকশন। উপরন্তু সেরা অভিনেতার পুরস্কারও এসেছে মিঠুনের ঝুলিতে। এরপরেই কুণালকে ব্যঙ্গ করে ‘এলি তেলি গঙ্গারাম’ বলেছিলেন তিনি। এমনকি কিছুদিন আগে প্রজাপতির সাফল্যের পার্টিতেও মিঠুন বলেছিলেন, খুশির দিনে এলি তেলি গঙ্গারামকে নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।
এবার মিঠুনকে উত্তর দিতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন কুণাল। ‘বালুকাবেলা ডট কম’ ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে মিঠুনকেও। ক্যাপশনে কুণাল লিখেছেন, ‘গঙ্গারাম প্রযোজিত ছবি ‘বালুকাবেলা ডট কম’-এ অভিনেতা লাউডগা। উল্লেখ্য, পরাণ বন্দ্যোপাধ্যায় এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। এটির স্যাটেলাইট রাইট জি গ্রুপ কিনেছে।’
এখানেই থামেননি কুণাল। তিনি আরো জানিয়েছেন, এর আগে ‘গঙ্গারাম’ পরিচালিত একটি টেলিফিল্ম এক সংবাদ মাধ্যমের টিভির পাতায় নজরকাড়া হিসেবে স্বীকৃত ছিল। ‘গঙ্গারামে’র একটি সিরিয়াল অভিনয়ের কভারেজও ছিল নামী ম্যাগাজিনে। তবে কুণাল লেখেন, ‘গঙ্গারাম’ এসব দিকে সময় দেয়নি সাংবাদিকতা ভালো লাগত বলে। অবশ্য বহু সিনেমা ও নাটকের কভারেজ, বিশ্লেষণ সে করেছে।
A scene from film 'https://t.co/KIqCvakArX' produced by Gangaram, performed by 'Laudoga snek.' Incidentally Poran Bandyopaddhay was in a vital role there. pic.twitter.com/LuRvMippBL
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 19, 2023
সবশেষে ব্যাঙ্গাত্মক সুরে তাঁর সংযোজন, ‘যাঁরা সিনেমা করেন, তাঁরা হয়ত সিনেমা বেশি বোঝেন। কিন্তু গঙ্গারাম একদম সিনেমা বোঝে না ভাবাটা ঠিক নয়।’ আসলে বালুকাবেলা ডট কম ছবিটি প্রযোজনা করেছিলেন কুণাল। আর সেই ছবিতেই একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। মহাতারকাকে ‘লাউডগা’ বলে কটাক্ষ করে সেকথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। অনেকের মতে, সিনেমা বোঝা না বোঝার প্রসঙ্গ তুলে মিঠুনের সঙ্গে সঙ্গে দেবকেও খোঁচা মেরেছেন কুণাল।