ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বাধা পেয়ে সভা ছেড়ে ফিরে গেলেন কুণাল ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) ফের আক্রান্ত তৃণমূল (tmc), অভিযোগের আঙ্গুল বিজেপির (bjp) দিকে। অভিযোগ উঠেছে, আজ অমরপুরে তৃণমূলের সভায় যাওয়ার পথে দলীয় সমর্থকদের উপর হামলা চালানোর পাশাপাশি, পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়ার হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) গাড়ি। বাধ্য হয়ে আগরতলা ফিরতে হয় তাঁকে।

ত্রিপুরায় নিজেদের জায়গা করতে নিতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল শিবির। এমনকি ত্রিপুরার আসন্ন নির্বাচনে অংশ নেবে বলেও ঘোষণা করে দিয়েছে সবুজ শিবির। সেই মর্মেই বিভিন্ন দিকে সভা সমাবেশের আয়োজন করছে তৃণমূল শিবির।

1606625682 5fc329925c42b tmc leadership satisfied seeing crowd

সেই মতই আজ অমরপুরে ছিল তৃণমূলের সভা। আর সেখানে যাওয়ার পথেই হামলা চলে তৃণমূল কর্মীদের উপর। গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। এবিষয়ে কুণাল ঘোষ বলেছেন, ‘আগরতলা থেকে কিছুটা দূরে অমরপুরে তৃণমূলের কর্মসূচীর জন্য প্রথমে অনুমতিও নেওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর করা হলেও, পুলিশ নির্বাক দর্শকের ভূমিকায় ছিল’।

তিনি আরও অভিযোগ করেন, ‘পুলিশ কিছুতেই আমাদের সেখানে যেতে দেয়নি। গাড়ি আটকে দেয়। আমাদের কর্মীরা আহত হয়। মামুন খানকে কলকাতায় নিয়ে এসে তাঁর ডায়ালিসিস করা হবে। একের পর এক হামলা চললেও, পুলিশ একজনকেও গ্রেফতার করেনি এখানে। তৃণমূল কর্মীদের কাছে অনুরোধ করা হয়, তাঁরা যেন বিজেপির ফাঁদে পা না দেয়। তাই তাঁরা শান্তিপূর্ণ ভাবেই থানা ঘেরাও করে’।

তৃণমূলের অভিযোগ ছিল, অমরপুরের নতুন বাজার এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা করে গাড়ি ভেঙে দেওয়া হয়। মারধোর করা হয় তিন জনকে। সেইসঙ্গে অমরপুর থেকে ২ কিলোমিটার দূরে কুণাল ঘোষ, সুবল ভৌমিকদের আটকে দেয় এসডিপিও।


Smita Hari

সম্পর্কিত খবর